নিট-জেইই জট কাটাতে কেন্দ্রকে পড়ুয়াদের কথা শোনার পরামর্শ দিলেন সোনিয়া গান্ধি

0
37

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

নিট-জেইই জট কাটাতে কেন্দ্রকে পড়ুয়াদের কথা শোনার পরামর্শ দিলেন সোনিয়া গান্ধি। শুক্রবার একটা ভিডিও বার্তা কংগ্রেসের সরকারি টুইটারে প্রকাশ করা হয়। সেই বার্তায় দলের সভানেত্রী বলেছেন, “আমার প্রিয় ছাত্র-ছাত্রীরা, আমি তোমাদের অবস্থা বুঝতে পারছি। তোমরা সঙ্কটের মধ্যে পড়েছ। কবে, কীভাবে পরীক্ষা হবে, এ নিয়ে তোমাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এটা শুধু তোমাদের নয়, পরিবারের কাছেও উদ্বেগজনক।”

Sonia Gandhi | newsfront.co
সোনিয়া গান্ধী। ফাইল চিত্র

এর সঙ্গে তিনি আরও বলেছেন যে, “তোমরা আমাদের ভবিষ্যৎ। উন্নত ভারত গড়তে আমরা তোমাদের প্রতি নির্ভরশীল। তাই এই মুহূর্তে যে সিদ্ধান্ত নেওয়া হবে, আশা করি তাতে তোমাদের সহমত থাকবে। আশা করবো সরকার তোমাদের কথা শুনবে, আর সেভাবে ব্যবস্থা নেবে। এটাই সরকারের কাছে আমার পরামর্শ। ধন্যবাদ, জয় হিন্দ।”

এদিকে, সরকারি ব্যর্থতার জন্য নিট-জেইই প্রত্যাশীদের সঙ্গে আপস করা উচিত হবে না। শুক্রবার এ ভাষাতেই সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। শিক্ষা মন্ত্রকের সুপারিশে সুপ্রিম কোর্ট এই দুটি সর্বভারতীয় পরীক্ষা আয়োজনে সিলমোহর বসিয়েছে। সেপ্টেম্বরের নির্ধারিত দিনেই এই পরীক্ষা নিতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ পরীক্ষা ছাড়া পাশ হবে না, রায় সুপ্রিম কোর্টের

এদিকে, নিট-জেইই আয়োজনে সরকারি এই তৎপরতাকে কাঠগড়ায় তুলে রাহুলের টুইট, “নিট-জেইই প্রত্যাশীদের নিরাপত্তা সরকারি ব্যর্থতার জন্য আপস করা উচিত নয়। সরকারের প্রতি শরিকের সঙ্গে আলোচনা করে ঐক্যমতে পৌঁছনো উচিত।” পড়ুয়াদের প্রতি বার্তা দিতে গিয়ে রাহুল টুইটে লেখেন, “তোমরা দেশের ভবিষ্যত। তোমরা ছাত্র আর তোমরা দেশকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।”

কেন্দ্রের সরকারের প্রতি ক্ষোভ উগরে দিয়ে তিনি আরও বলেন, “আমি বুঝতে পারছি না কেন তোমাদের শিখণ্ডি খাড়া করা হচ্ছে। কেন আরও বেদনা চাপিয়ে দেওয়া হচ্ছে তোমাদের উপর। ছাত্রদের উপর কেন সরকার সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে? সরকার ছাত্রদের কথা শুনে চলুক।”

আরও পড়ুনঃ গাঁটের কড়ি খসিয়ে এবার আধার কার্ডের ভুল সংশোধন করতে হবে

এদিকে, নিট-জেইই নিয়ে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার দাবিতে ফের শীর্ষ আদালতে ছয়টি রাজ্য। দেশের অ-বিজেপি ছয়টি রাজ্যের মন্ত্রিসভার একজন করে সদস্য এই আবেদন করেছেন। এই ছয়টি রাজ্য হলো বাংলা, রাজস্থান, ঝাড়খণ্ড, পঞ্জাব, মহারাষ্ট্র এবং ছত্তিশগড়।

১৭ অগাস্ট সুপ্রিম কোর্ট রায়ে বলেছিল, “কেরিয়ার নিয়ে ছেলেখেলা করা যায় না। করোনা আগামি একবছর চলতে পারে। এই একবছরও পরীক্ষা বন্ধ থাকবে? জীবন থেমে থাকতে পারে না। তাই সব নিরাপত্তা নিশ্চিত করেই আমাদের এগিয়ে যেতে হবে।” এই রায় পুনর্বিবেচনার দাবিতে শুক্রবার ফের সুপ্রিম কোর্টে দরবার করেছে ওই ছয়টি অঙ্গ রাজ্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here