শ্যামল রায়,পূর্বস্থলীঃ
বাবার সাথে মাঝেমধ্যেই জমিতে কাজ করতে যেতে হতো সৌম্যদীপ দেবনাথকে। একদিকে মাঠের কাজ অন্যদিকে পড়াশোনা। অভাবী সংসার এর মধ্যে থেকেও সৌম্যদীপ মানুষ হবার স্বপ্ন দেখে যেতেন প্রতিদিন। কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এবছর মাধ্যমিকে সৌমদীপ দেবনাথ ৬৪০ নম্বর পেয়ে এলাকায় সুনাম অর্জন করেছে।
সৌমদীপ পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতিভা তার মধ্যে ছিল।
স্থানীয় বিদ্যানগর গয়ারামদাস বিদ্যামন্দির থেকে এবছর মাধ্যমিকে এলাকার মধ্যে প্রথম হয়েছে সৌম্যদীপ।
বৃহস্পতিবার সৌম্যদীপ জানিয়েছে সে ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার হতে চায়। আইআইটি থেকে ইঞ্জিনিয়ার হয় বেঁচে থাকার স্বপ্ন সে দেখছে। বর্তমানে বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণিতে ভর্তি হবে ওই গয়ারামদাস বিদ্যামন্দির স্কুলে। তবে অভাবী সংসার তবুও হাল ছাড়েনি তার বাবা-মা। বাবা সুভাষ দেবনাথ সামান্য দু এক বিঘা জমিতে চাষ করে আর অন্যের জমিতে চাষ করে সংসার চালায়। মা সীমা দেবনাথ গৃহবধূ।
সীমা দেবনাথ জানিয়েছেন তার এক ছেলে এক মেয়ে। মেয়ে এমএ পড়ছে আর এই ছোট ছেলে এবছর মাধ্যমিক পাস করল। ছেলেকে নিয়ে তার বহু স্বপ্ন রয়েছে। সৌম্যদীপ এদিন জানালো জেতার গৃহশিক্ষক ছিলেন ৬ জন। পড়াশোনা জীবন চালিয়ে যেতো , তেমনি ভাবে পড়াশোনার ফাঁকে বিকেলে ফুটবল খেলা ছবি আঁকা আর গল্পের বই এবং গানশোনা ছিল তার রোজগার একটা রুটিন।
খাবার নিয়ে একটু লোভ ছিল তার। এছাড়াও আলুপোস্ত রসগোল্লা পনির হলে তার কথাই নেই।
সে জানালো গৃহশিক্ষকের পাশাপাশি তার বিদ্যালের প্রধান শিক্ষা বিভাগ বিশ্বাসসহ অন্যান্য শিক্ষকরা ও তার পড়াশোনার প্রতি যথেষ্ট সহযোগিতা করেছে বলেই আজ ভালো রেজাল্ট সে করতে বেড়েছে কিন্তু তার ইচ্ছে ছিল সে রাজ্যের মেধাতালিকায় ১০ জনের মধ্যে একজন হবে। কিন্তু হতে পারেনি বলে তার আক্ষেপ। তবে আগামী দিন দ্বাদশ ক্লাসের পরীক্ষায় ভালো রেজাল্ট করার ইচ্ছে রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভাগ বিশ্বাস জানিয়েছে যে আগাগোড়াই সৌম্যদীপ ছিল পড়াশোনায় ভালো ছেলে আরেকটু পরিশ্রম করতে পারলে মেধা তালিকায় জায়গা দখল করতে পারতো, নির্দ্বিধায় বলতে পারি কিন্তু আর্থিক অবস্থার কারণে একটু পিছিয়ে গেল সে।
যাইহোক ভবিষ্যৎ সৌদিতে আমরা সমস্ত রকম সহযোগিতা করব বলে আশ্বাস দিয়েছি তার পরিবারের অভিভাবক অভিভাবিকা কে।
সৌমদীপ অংকে পেয়েছে ৯৬ বাংলায় ৯১, ইংরেজিতে ৯০ ,জীবনবিজ্ঞান ৯৯,ভৌতবিজ্ঞান ৯৭, ভূগোলে ৮৬ ইতিহাসে ৮১।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584