১৬ ফেব্রুয়ারী অবধি সৌরভ থাকছে বোর্ড সভাপতির পদে

0
65

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

ফের স্বস্তি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে বহাল থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে সচিব পদে থেকে যাচ্ছেন জয় শাহ। বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি তাঁদের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত পরবর্তী শুনানি হবে। এই নিয়ে সৌরভদের মেয়াদ শেষ হওয়ার পরে তাঁদের তিন বার মেয়াদ বৃদ্ধি হল।

BCCI president | newsfront.co

লোধার নিয়ম অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ৩ বছর পরেই বাধ্যতামূলক কুলিং-অফে চলে যেতে হবে। গত সেপ্টেম্বর মাসে সৌরভরা তাঁদের মেয়াদ শেষ হওয়ার পরে সেটা বৃদ্ধির আবেদন করে ২০২৩ সাল অবধি। একের পর এক তারিখ বাড়ানো হচ্ছে কোর্টের পক্ষ থেকে ২০ জানুয়ারি শুনানির দিন ধার্য হয়েছিল। কিন্তু বুধবার কোনও সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুনঃ আমার চোখে জল এসে গিয়েছিল বিরাটদের উদ্দেশ্যে বললেন শাস্ত্রী

বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ জানিয়েছে, পরবর্তী শুনানি হবে ১৬ ফেব্রুয়ারি। তিনি আরও জানান, এই শুনানি হবে অন্য বেঞ্চে। কারণ বিচারপতি ইন্দু মলহোত্র এই শুনানি শুনতে পারবেন না।

আরও পড়ুনঃ  পেইন-সহ অস্ট্রেলিয়াকে খোঁচা অশ্বিনের

পরবর্তী শুনানি যাতে মসৃণ ভাবে হয়, তার জন্য এই নির্দিষ্ট মামলার বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে অ্যামিকাস কিউরি পিএস নরসীমার কাছে একটি সংক্ষিপ্ত নোট জমা দিতে বলা হয়েছে। যদিও সৌরভদের থাকতে বাধা দেওয়া নিয়ে কোনো পক্ষই কোর্টে আবেদন করেনি। এখন দেখার সভাপতি সৌরভ ও সচিব জয়ের ভাগ্য কোন দিকে যায়!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here