নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই নিম্নচাপের জেরে আগামীকাল, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বাদ যাবে না কলকাতাও। তবে তুলনামূলক কম বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
আবহবিদেরা জানান, মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে সরে আসতে পারে। মৌসুমি অক্ষরেখার সৌজন্যে উত্তরবঙ্গের জেলাগুলি প্রবল বৃষ্টি পেলেও সম্প্রতি দক্ষিণবঙ্গে বর্ষার তেমন মেজাজ দেখা যায়নি। বরং কিছুটা ভ্যাপসা গরম মালুম হয়েছে। নতুন নিম্নচাপটি সেই পরিস্থিতি কিছুটা কাটাতে পারে।
আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও, আগামীকাল থেকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা অনেকটাই বাড়বে। বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভালো বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। এমনটাই খবর হাওয়া অফিস সূত্রে।
আরও পড়ুনঃ বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে, বাড়বে তাপমাত্রা
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তরবঙ্গের তুলনায় এবার কম বৃষ্টি হয়েছে দক্ষিণের জেলাগুলিতে। যদিও বৃষ্টির ঘাটতি তেমন নেই, তবুও কয়েকটি এলাকায় অন্যান্য বারের অনুপাতে তেমন বৃষ্টি হয়নি। নিম্নচাপের জেরে বৃষ্টির মাত্রা বৃদ্ধির যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ঘাটতি পূরণ করবে বলে আশা করা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584