নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার জেলায় নতুন পালক যোগ হলো।আলিপুরদুয়ার জেলার সৌভিক বসু নাসার বিখ্যাত অ্যমেস গবেষণা কেন্দ্রে গবেষণার সুযোগ পেলেন।তিনি বতর্মানে নরওয়ের ওসলো বিশ্ববিদ্যালয়ে জ্যোতি পদার্থ বিজ্ঞান নিয়ে গবেষণা করছেন।যুক্তরাষ্ট্রের সংবাদপত্রে বেশ বড় করে তার সাফল্যের কথা ছাপা হয়েছে।আলিপুরদুয়ার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

আলিপুরদুয়ার থেকে উচ্চমাধ্যমিক পাস করে ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যস্ট্রফিজিক্স নিয়ে মাস্টার্ ডিগ্রি অর্জন করে।সৌভিকের বাবা পেশায় একজন ব্যাবসায়ী।
সৌভিকের বাবা সৌমেন বসু বলেন,ছেলের সাফল্যে আমি ও আমার পরিবার গর্বিত,আইআইটিতে সফল হতে না পেরে মন খারাপ হলেও কোনো ভাবে ভেঙে পড়েনি।
আরও পড়ুনঃ হাইমাদ্রাসা আলিম ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশ
নাসা থেকে ডাক পেয়ে সেই ব্যর্থতার দুঃখ লাঘব হয়েছে।সৌভিক বলেন,সূর্য থেকে আগত সৌর ছটা সম্পর্কে আরো বিশদে তথ্য জেনে পৃথিবীর উপর এর প্রভাব যাতে আরো কমানো যায় সেই বিষয়ে গবেষণা করতেই তাকে ডাকা হয়েছে নাসাতে। সারা বিশ্ব থেকে মোট ২০ জন ওই গবেষণার জন্য সুযোগ পেয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584