শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
কেরলের কোঝিকোড়ে বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর দেখা গিয়েছে, সমন্বয় তৈরি করতেই পাঁচ মিনিট সময় লেগেছিল৷ তাই আপদকালীন পরিস্থিতি সামাল দেওয়া ও সমন্বয়ের অভাব দূর করতে ‘মোবাইল কমান্ড পোস্ট’ নামে এক অভিনব গাড়ির ব্যবস্থা নিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।
এই বিশেষ ধরনের প্রযুক্তিনির্ভর গাড়ির মাধ্যমে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে এনএসসিবিআই থানা, দমকল, বিপর্যয় মোকাবিলা দল একসঙ্গে যোগাযোগ রেখে কাজ করতে পারা যাবে বলে জানা গিয়েছে৷
বিমানবন্দর সূত্রে খবর, এই গাড়িতে অত্যাধুনিক ক্যামেরা, মনিটর, বাইনোকুলার, ব্লুটুথ, ওয়াকিটকি, স্ট্রেচার থাকবে৷ একই সঙ্গে ৪ ঘণ্টা বিদ্যুৎ সাপ্লাই করার মত জেনারেটরও থাকবে৷ গাড়িতে বসেই নাকি ৮ জন কর্মকর্তা বৈঠক সারতে পারবেন এবং সেখান থেকেই যাবতীয় নির্দেশ দিতে পারবেন৷
আরও পড়ুনঃ পুরসভার শো-কজ নোটিশে কমল কনটেনমেন্ট জোনের সংখ্যা, সাময়িক স্বস্তি শহরবাসীর
কথায় আছে, ‘প্রয়োজনীয়তাই আবিষ্কারের জন্মদাতা।’ কোঝিকোড়ে বিমানবন্দর দুর্ঘটনার পর সমন্বয়ের অভাবটাই প্রকট হয়ে উঠেছিল। কলকাতা বিমানবন্দরে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্যই এই অভিনব ‘মোবাইল কমান্ড পোস্ট’ গাড়ির ব্যবস্থা করল বিমানবন্দর কর্তৃপক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584