বিরাটকে আজ বিপাকে ফেলতে মুখিয়ে রশিদ

0
42

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

আজ দক্ষিণ ভারতের ডার্বি। মুখোমুখি বিরাটের রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু বনাম ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদ। আজ এই লড়াইয়ে দেখা যাবে ভারত ও আফগান যুদ্ধ। বিরাট কোহলি বনাম রশিদ খান মাঠের বাইরে বিরাটের বন্ধু হলেও মাঠে তাকে একটুও জমি ছেড়ে দেবেন না।

Virat Kohli | newsfront.co

রশিদ জানান, বিরাট তো তিন ফরম্যাটেই বিশ্বমানের খেলোয়াড়। তবে আমার ভাল লাগে ওর মতো কেউ আমার বলে ব্যাট হাতে দাঁড়ালে। তখন সেটা হয়ে পড়ে সেরা টক্কর। আর একজন বোলার সেই লড়াইটাই চায়। আমি উপভোগ করব বিরাটকে বোলিং। ওকে বল করতে পারা গর্বের মুহূর্ত হতে চলেছে।

আরও পড়ুনঃ করোনা না গেলে আগামী আইপিএলও আমির শাহীতে

বোলার হিসেবে বিরাটকে সেরা ডেলিভারিগুলো করারই চেষ্টা থাকবে। ওকে আউট করতে পারলে আমরা অনেকটাই এগিয়ে যাবো। মাঠ আবু ধাবিতে বড় হওয়ায় স্পিনাররা সুবিধা পাবে সেটা নিজের দিকে নিতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here