বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
বুধবার উত্তরবঙ্গ ডেন্টাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুরু হল ই-টিকিটের ব্যবস্থা। এদিন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যান সমিতির চেয়ারম্যান ডাঃ রুদ্রনাথ ভট্টাচার্য ফিতে কেটে উদ্বোধন করেন। এর পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ ডেন্টাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সঞ্জয় দত্ত।
ডাঃ রুদ্রনাথ ভট্টাচার্য বলেন যে, দীর্ঘদিন ধরেই দাবি ছিল এখানে ই-টিকিটের ব্যবস্থা করা এবং আগে ডেন্টাল কলেজে রোগীর সংখ্যা ছিল প্রায় একশো’র কাছাকাছি এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিনগুন। তাই সেই কথা মাথায় রেখেই এটি চালু করা হল। এতে কিছুটা হলেও সাধারণ মানুষের সুবিধা হবে।পাশাপাশি তিনি আরও বলেন যে খুব শীঘ্রই চালু হতে চলেছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ই-লাইব্রেরীও। তার যথাযথ কাজ শুরু হয়ে গেছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584