ভিন্ রাজ্যে আটকে থাকা মানুষদের জন্য নোডাল অফিসার নিয়োগ রাজ্যের

0
193

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

ইতিমধ্যেই ভিন রাজ্য থেকে শ্রমিক পড়ুয়া পর্যটকরা ফিরলেও কনটেনমেন্ট জোনে তাদের ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। কিন্তু ফিরতে গেলে তাদের রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা অবশ্যই প্রয়োজন। সেই কারণেই এবার পশ্চিমবঙ্গ সরকারের তরফে আইএএস অফিসার পিবি সেলিমকে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হল।

migrate workers | newsfront.co
প্রতীকী চিত্র

একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করে সেখানে পশ্চিমবঙ্গ সরকারের টোল ফ্রি নম্বর ১০৭০, সংশ্লিষ্ট অফিসারের ই মেল আইডি wncmro3@gmail.com ল্যান্ডলাইন নম্বর ০৩৩২৩৫৬১০৭৫ এবং হোয়াটসঅ্যাপ নম্বর +৯১৯৮৩০১৫৪১০১ দেওয়া হয়েছে।

ভিন্ রাজ্যে আটকে পড়াদের বাড়ি ফেরাতে প্রথমে বাসের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। কিন্তু তাতে পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যের মুখ্যসচিবরা আপত্তি জানিয়ে বাসের পাশাপাশি বিশেষ ট্রেন চালানোর দাবি করেন। সেই দাবি মেনে নিয়ে শুক্রবার নতুন নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাতে রেল মন্ত্রককে বিশেষ ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়। এ ব্যাপারে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে সমন্বয় গড়ে তুলতে রেলকেও নোডাল অফিসার নিয়োগ করতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ দ্রুত করোনা টেস্টের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলির থেকে ভাইরাস টেস্ট-মেশিন চাইল স্বাস্থ্য দফতর

শনিবার একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের তরফে ভিন্ রাজ্যে আটকে পড়া মানুষদের রাজ্য প্রশাসনের সঙ্গেই যোগাযোগ করতে বলা হয়েছে। ওই বিবৃতিতে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, আগামী ১৭ মে পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকলেও পরিযায়ী শ্রমিক, পর্যটক, পড়ুয়া ও অন্যদের নিজ নিজ রাজ্যে ফেরাতে বিশেষ ট্রেন চালানো হতে পারে। ট্রেনের খোঁজে ব্যক্তিগত ভাবে স্টেশনে জমায়েত নিষেধ। সংশ্লিষ্ট রাজ্য সরকার যে সব ব্যক্তিদের নামের তালিকা পাঠাবে তাদেরই ট্রেনে নিয়ে যাওয়া হবে। আর এক্ষেত্রে নোডাল অফিসারের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here