গম চাষের বিকল্প ,মিলবে রাজ্য সরকারের সহায়তা

0
80

শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

বাংলাদেশে গম চাষে ঝলসা রোগ হওয়ায় সীমান্ত লাগোয়া এলাকায় পাঁচ কিমি এলাকার মধ্যে গম চাষ নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। দক্ষিন দিনাজপুর জেলার শুধু মাত্র হরিরামপুর আর বংশীহারি বাদ দিয়ে বাকি ছয়টা ব্লকের কৃষকদের গম চাষ করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।গত বছর থেকেই কৃষকরা সেই নির্দেশ মেনে গম চাষ করেননি।চাষিদের বিকল্প চাষের জন্য উৎসাহিত করেছিল রাজ্য সরকার।

নিজস্ব চিত্র

এবারও গম চাষ করতে না পারায় যাতে কৃষকদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হতে হয় সেই কথা চিন্তা করে রাজ্য সরকারের কৃষি দপ্তরের মাধ্যমে সীমান্ত এলাকার কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষা এবং মুসুর ডাল বীজ দেওয়া শুরু হল। জেলার সীমান্ত এলাকার ৫ হাজার হেক্টর সরিষা চাষের জন্য ৩৫ টন সরিষার বীজ দেওয়া হবে।

নিজস্ব চিত্র

৫০০ হেক্টর জমিতে মুসুর ডাল চাষের জন্য ১৫ টন বিজ দেওয়া হবে।সমগ্র জেলায় হাজার চারেক কৃষক এতে উপকৃত হবেন বলে জানান কৃষি অধিকর্তা পার্থ মুখার্জী। বিনামূল্যে এই বীজ পেয়ে খুশী কৃষকেরা।

আরও পড়ুনঃ বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ করায় আইনজীবীকে প্রহার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here