পথ কুকুর খুনের অভিযোগ দায়ের যুবকের বিরুদ্ধে

0
90

নিজস্ব সংবাদদাতা,রায়গঞ্জঃ

পথ চলতি এক কুকুরকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে উত্তর দিনাজপুর জেলার  রায়গঞ্জ থানায় এক যুবকের বিরুদ্ধে কুকুর খুনের লিখিত অভিযোগ দায়ের করল “উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেল ” নামে একটি পশুপ্রেমী সংস্থা। এই ঘটনার জেরে এলাকায় আলোড়ন ছড়িয়েছে। পুলিশ  অভিযোগের ভিত্তিতে  রায়গঞ্জ পশু  হাসপাতালে  মৃত কুকুরটির ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

নিহিত কুকুর।নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকায় পথের একটি দেশী কুকুর দু তিনজন মানুষকে কামড়ে দেয়।  জলাতঙ্কে আক্রান্ত সন্দেহে আশাপূর্ণ মজুমদার নামে এক যুবক কুকুরটিকে নৃশংস ভাবে পিটিয়ে মেরে ফেলে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পশুপ্রেমী সংস্থা ” উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেল ” এর সদস্যরা। মৃত কুকুরটিকে উদ্ধার করে তারা। রায়গঞ্জ থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তারা। জামিন অযোগ্য ধারায় মামলা  হয় অভিযুক্তর বিরুদ্ধে।
এই বিষয়ে পশু প্রেমী সংস্থার কর্নধার গৌতম তান্তিয়া জানিয়েছেন, পশু বা অবলা জীব হলেও তাকে পিটিয়ে মেরে ফেলার কোনও অধিকার নেই কারো । যে এই ধরনের কাজ করেছে তার  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তারা।

অপরদিকে অভিযুক্ত আশাপূর্ন মজুমদার জানান, তিনি একজন গ্যারেজ কর্মি,যখন তিনি কাজে যাচ্ছিলেন সেই সময় এক পাগলা কুকুর তার পায়ে এসে কামড়ায়,প্রানে বাঁচার তাগিদে হাতে থাকা রড দিয়ে সেই কুকুরটি মারে এবং পালিয়ে আসে বাড়িতে। পড়ে জানতে পারে কুকুরটি মারা গেছে এবং তিনি এও জানতে পারেন যে তার বিরুদ্ধে কুকুর খুনের অভিযোগ দায়ের হয়েছে থানায়। প্রানে বাঁচার জন্যই কুকুরটিকে মেরেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here