পরিযায়ী শ্রমিকদের রেশন দেওয়া নিয়ে আবেদনপত্র জমা শুরু

0
36

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

রেশনে পরিযায়ী শ্রমিকদের খাদ্য দেওয়ার বিষয়ে আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হল। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী ব্লকে এই জমা নেওয়ার কাজ শুরু হয়।

Protest | newsfront.co
নিজস্ব চিত্র

সোমবার পরিযায়ী শ্রমিক সমিতি (পশ্চিমবঙ্গ)-এর পক্ষ থেকে কেশিয়াড়ী ব্লকের বিভিন্ন অঞ্চলের পরিযায়ী শ্রমিকদের ফর্ম পূরণ করে ব্লকের খাদ্য সরবরাহ দফতরে জমা দেওয়া হয়। গত ২৫ জুন বিডিওর নিকট রেশন ও কেন্দ্র সরকারের গরিব কল্যাণ রোজগার প্রকল্পে ব্লকের পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার আবেদন জানিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছিল সংগঠনের পক্ষ থেকে।

আরও পড়ুনঃ রাস্তা মেরামতের দাবিতে ধানের চারা লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

কাজ না দেওয়া পর্যন্ত মাসে ৭৫০০ টাকা ভাতা, সমস্ত পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা করা ও রেশন পাওয়ার দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। এরপরই রেশন দোকানে আবেদনপত্র জমা দেওয়ার কথা বলা হয় ব্লক প্রশাসনের তরফে। সেইমতো ব্লকের ৯ টি অঞ্চলের পরিযায়ী শ্রমিকরা আবেদনপত্র পূরণ করে জমা করার কাজ শুরু করলেন এদিন।

আরও পড়ুনঃ ঝাড়গ্রামের সুপার স্পেশালিটি হাসপাতালের ওটির জানালা দিয়ে পালানোর চেষ্টা রোগীর

পরিযায়ী শ্রমিকদের দাবি, ১০০ দিনের কাজের মতো এরাজ্যে তাদের সারা বছর কাজ দিতে হবে। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, গুজরাট প্রভৃতি রাজ্য থেকে শ্রমিকেরা ঘরে ফিরে এসে কর্মহীন হয়ে রয়েছেন বলে অভিযোগ শ্রমিকদের।

সংগঠনের দাবি , কেন্দ্রের গরিব কল্যাণ রোজগার প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৬ টি রাজ্য অন্তর্ভুক্ত হলেও পশ্চিমবঙ্গের নাম নেই। সারা দেশের প্রত্যেকটি রাজ্যকে এই প্রকল্পের আওতায় আনার দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। আবেদন অনুসারে পরিযায়ী শ্রমিকরা সকলেই রেশন পাবেন বলে জানিয়েছে ব্লক প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here