নিউজ ফ্রন্ট, বিনোদন ডেস্কঃ
করোনা মোকাবিলায় বিশ্বের অধিকাংশ দেশে চলছে লকডাউন। সংক্রমণ থেকে বাঁচতে স্বেচ্ছায় গৃহবন্দি হয়েছেন প্রায় সকলেই। তবে এই লকডাউনে নিজের দেশ ছেড়ে থাকতে কি আর ভালো লাগে? এই যেমন লকডাউনের মধ্যেই স্বামী ড্যানিয়াল ওয়েবার ও তিন সন্তানকে নিয়ে লস অ্যাঞ্জেলসে উড়ে গিয়েছিলেন সানি লিওন। সেই সময় সানি জানিয়েছিলেন তাঁর মনে হয়েছে করোনা সংকটের সময় ‘ভারতের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বেশি সুরক্ষিত’! তখন আনন্দের চোটে একথা বললেও এখন বাড়ির জন্য মন খারাপ করছে বেবি ডলের। ইদানিং তিনি নাকি ভীষণ মিস করছেন মুম্বইয়ের বাড়িকে এবং শীঘ্রই ফিরে আসতে চান ভারতে।

এক সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘সত্যি বলতে মুম্বই ছেড়ে আসায় আমি নিজে ব্যক্তিগতভাবে খুব দুঃখিত। বিশ্বাস করুন, আমি কোনওদিনই ছেড়ে আসতে চাইনি তাই তো আমাদের অনেকটা সময় লাগল এখানে(মার্কিন যুক্তরাষ্ট্র) আসার সিদ্ধান্তটা নিতে। কিন্তু একথা ভুললেও চলবে না ড্যানিয়ালের মায়ের আশেপাশে থাকাটাও জরুরি। এই কঠিন পরিস্থিতিতে উনিও নিজের সন্তানকে পাশে চাইবেন’।
আরও পড়ুনঃ ১০ জুন থেকে শিশুশিল্পী ছাড়া টলিউডে শুরু হতে চলছে শুটিং
লস অ্যাঞ্জেলসে নিজেদের কোয়ারেন্টাইন জীবনের নানান চিত্র সোশ্যাল মিডিয়ায় প্রায়শই তুলে ধরছেন সানি। কখনও নিজের হাতে বাগান থেকে সবজি তুলছেন তো কখনও জিরাফকে খাওয়াচ্ছেন। আন্তর্জাতিক বিমান পরিষেবা স্বাভাবিক হলেই ভারতে ফিরবেন সানি, জানিয়েছেন নায়িকা। তাঁর কথায়, ‘সুযোগ থাকলে পরের বিমানটা ধরে আমি মুম্বই ফিরে আসব’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584