প্রবল বেগে ধেয়ে আসছে সুপার সাইক্লোন ‘আমপান’

0
70

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

কিছুক্ষণের মধ্যেই প্রবল বেগে আছড়ে পড়তে চলেছে সুপার সাইক্লোন ‘আমপান’। ইতিমধ্যে বাংলায় ঢুকে পড়েছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। দেড় ঘণ্টার মধ্যে কলকাতা ছুঁয়ে যাবে এই ঝড়। এই মুহূর্তে শহরে ঝড়ের বেগ ঘণ্টায় ১০৫ কিমি।

amphan cyclone | newsfront.co
বাংলায় প্রবেশ আমপানের। নিজস্ব চিত্র

আজ বিকেল থেকে সন্ধের মধ্যে দিঘা ও হাতিয়ার মাঝে আছড়ে পড়বে আমপান। ঘণ্টায় ১৬০-১৭০ কিমি বেগে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়টি ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৯০ কিমি পর্যন্ত। পূর্ব কলকাতার গা ঘেঁষে ধেয়ে যাবে এই ঘূর্ণিঝড়। কলকাতা থেকে এই মুহূর্তে ১৮৫ কিমি দূরে রয়েছে আমপান।

আরও পড়ুনঃ আমপানের প্রভাবে কালো মেঘের ভ্রুকুটি রায়গঞ্জে

ইতিমধ্যে কলকাতার সব উড়ালপুল বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ল্যান্ড ফলের সময় কলকাতায় ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৩০ কিমি। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা সবথেকে ক্ষতিগ্রস্ত হতে পারে ঝড়ের তাণ্ডবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here