ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
যেসব জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা চলছে তা নিয়ে নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রীম কোর্ট। মামলার শুনানিতে দেশের প্রধান বিচারপতি বলেন খুব শীঘ্রই সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে অপরাধ মূলক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করবে শীর্ষ আদালত।
এই মামলায় শীর্ষ আদালতের নির্দেশ, সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতির সম্মতি ছাড়া কোথাও কোনও সাংসদ ও বিধায়ক এর বিরুদ্ধে অপরাধমূলক মামলা প্রত্যাহার করা যাবে না। আদালত জানায়, হাইকোর্ট গুলির রেজিস্ট্রার জেনারেলকে সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে চলা মামলার তালিকা প্রধান বিচারপতির কাছে জমা করতে হবে। সেই সঙ্গে যেখানে যে মামলার শুনানি চলছে হাইকোর্ট অথবা বিশেষ আদালতে সেই শুনানি জারি থাকবে।
মামলাকারীদের তরফে এদিন আদালতে জানানো হয় যে, উত্তরপ্রদেশের মুজাফফরনগর দাঙ্গার ঘটনায় সাংসদ সঞ্জীব বালিয়া ,সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর সহ বহু নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিয়েছে যোগী সরকার। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি এনভি রমান্না। পাশাপাশি এদিন কেন্দ্রীয় সরকারকে রীতিমত ভর্ৎসনা করে প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন, এই মামলা শুরুতে কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছিল যে তারা এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবে ও এ নিয়ে পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু আজ পর্যন্ত এ নিয়ে সরকারের তরফে কোন উদ্যোগ দেখা যায়নি যা অত্যন্ত হতাশাজনক।
আরও পড়ুনঃ লোকসভায় পাস ওবিসি বিল, রাজ্য ও কেন্দ্রশাষিত অঞ্চলগুলি তাদের মতো ওবিসি তালিকা তৈরি করতে পারবে
এদিন প্রধান বিচারপতি বলেন, এই মামলায় আগেই রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে গুরুতর অপরাধ মূলক মামলার তালিকা জমা দিতে বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারকে। পৃথকভাবে সিবিআই এবং ইডিকেও রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে ইডি। কিন্তু রিপোর্টে অত্যন্ত ক্ষুব্ধ শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বলেন, ইডির স্টেটাস রিপোর্ট সংবাদমাধ্যমে পড়তে হচ্ছে! আদালতে জমা পড়া রিপোর্ট সংবাদমাধ্যমের কাছে প্রকাশিত হয়ে যাচ্ছে। স্টেটাস রিপোর্টের নামে যা পেশ করা হয়েছে তা কাগজের বান্ডিল ছাড়া কিছুই নয়। একই সঙ্গে আগামী দু সপ্তাহের মধ্যে সিবিআইকে স্টেটাস রিপোর্ট জমা দিতেও নির্দেশ দিয়েছে আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584