বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে বছরের প্রথম সূর্যগ্রহণ

0
162

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

আগামী ২১ জুন, রবিবার বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। পশ্চিমবঙ্গের বিভিন্নপ্রান্ত থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। তবে চামোলি, জেরাদুন, জোশিমঠ, কুরুক্ষেত্র, সিরসা এবং সুরাতগঢ় ভারতের এই ছ’টি জায়গায় দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

surya grahan | newsfront.co
সংবাদ চিত্র

সূর্যগ্রহণের সময় চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝে অবস্থান করে। অর্থাৎ সূর্যকে ঢেকে দেয় চাঁদ। ফলে পৃথিবী থেকে সূর্যকে পুরোপুরি দেখা যায় না।

আরও পড়ুনঃ উপসর্গহীন করোনা আক্রান্তদের আর টেস্ট না করার সিদ্ধান্ত রাজ্যের

কিন্তু সূর্য যেহেতু আকারে বড় তাই স্বভাবতই চাঁদ সূর্যকে পুরো ঢাকতে পারেনা। ফলে চাঁদের চারপাশ দিয়ে সূর্য উঁকি মারে অর্থাৎ সূর্যের আলোর বিকিরণ হয়। তখন সূর্যকে ‘আগুনের আংটি’ বা ‘রিং অফ ফায়ার’-এর মতো দেখতে লাগে।

পশ্চিমবঙ্গের কোন জায়গায় কখন সূর্যগ্রহণ দেখা যাবে? দেখে নিন এক নজরে।

১) দার্জিলিং : সকাল ১০ টা ৪৭ মিনিট ২ সেকেন্ডে শুরু হবে। দুপুর ২ টো ১৬ মিনিট ৩ সেকেন্ড পর্যন্ত চলবে।

২) কোচবিহার : সকাল ১০ টা ৫০ মিনিট ৫ সেকেন্ডে শুরু হবে। চলবে দুপুর ২ টো ১৯ মিনিট ২ সেকেন্ড পর্যন্ত।

৩) শিলিগুড়ি : সকাল ১০ টা ৪৭ মিনিট ৩ সেকেন্ডে শুরু হবে। দুপুর ২ টো ১৬ মিনিট ৭ সেকেন্ড পর্যন্ত চলবে।

৪) মুর্শিদাবাদ : সকাল ১০ টা ৪৭ মিনিটে শুরু হবে। চলবে দুপুর ২ টো ১৭ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত।

৫) কলকাতা : সকাল ১০ টা ৪৬ মিনিট ৪ সেকেন্ডে শুরু হবে। চলবে দুপুর ২ টো ১৭ মিনিট পর্যন্ত।

৬) মেদিনীপুর : সকাল ১০ টা ৪৩ মিনিটে শুরু হবে। চলবে দুপুর ২ টো ১৪ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত।

এছাড়াও, গুয়াহাটিতে সকাল ১০ টা ৫৭ মিনিটে শুরু হবে সূর্যগ্রহণ। দুপুর ২ টো ২৩ মিনিট ৬ সেকেন্ড পর্যন্ত চলবে এবং ঢাকাতে এদিন সূর্যগ্রহণ শুরু হবে সকাল ১০ টা ৫৪ মিনিট ১ সেকেন্ডে। চলবে দুপুর ২ টো ২২ মিনিট ২ সেকেন্ড পর্যন্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here