চাপের কাছে নতি স্বীকার করবেন না,পঞ্চায়েত প্রধানদের নির্দেশ শুভেন্দুর

0
96

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম সাঁকরাইল ব্লকের নেতৃত্বদের সঙ্গে মিটিং করলেন শুভেন্দু অধিকারী। এদিন পঞ্চায়েতের প্রধানরা শুভেন্দুবাবুর কাছে অভিযোগ করেন, বিজেপির পঞ্চায়েতে এসে গন্ডগোল করছে। অনেক পঞ্চায়েতের আধিকারিক আমাদের পাত্তা দিচ্ছেন না।

নিজস্ব চিত্র

আঁধারি ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান কৌশিক ঘোষ অভিযোগ করেন, বিজেপির মস্তানরা পঞ্চায়েত অফিসে গিয়ে দাদাগিরি করছে। পঞ্চায়েতের আধিকারিকরা প্রধানকে পাত্তা দিচ্ছে না। বিজেপির কথায় আধিকারিকরা চলছে।

শুভেন্দুবাবু বলেন, এখানে নাম বলতে হবে না। আধিকারিকের নামটা লিখে দেবেন। তারপরই শুভেন্দুবাবু প্রধানদের বলেন, গ্রাম পঞ্চায়েতে প্রধানরা চাপের কাছে নতি স্বীকার করবেন না।

পঞ্চায়েতের পর পার্টি অফিসে যান। অঞ্চল সভাপতির সঙ্গে বাড়ি বাড়ি যাবেন। পঞ্চায়েতের পর পার্টি অফিসে যান? অঞ্চল সভাপতির সঙ্গে বাড়ি বাড়ি যাবেন।

suvendu say about panchayat pradhan | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ রেলের বিরুদ্ধে আন্দোলনের ডাক শুভেন্দুর

পঞ্চায়েতের সমিতির বিরোধী নেতাকে ডেকে জানতে চান, বিডিও অফিসে বসার ঘর দিয়েছে। অর্থের মিটিং হয়। সমঝোতা ভিতর করা যাবে না। পঞ্চায়েতের সমিতির বিরোধী নেতা বলেন, একদম সমঝোতা করিনা। পরক্ষেণে শুভেন্দুবাবু বলেন, ঠিক আছে, আমরা বাকিটা বুঝে নেব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here