গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত এনভিএফ কর্মীকে গ্রেফতারের দাবিতে অবরোধ রাধানগর মোড়ে

0
43

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত এনভিএফ কর্মী বিশ্বজিৎ প্রধান (নেড়া)-কে অবিলম্বে গ্রেফতারের দাবিতে বুধবার সকাল থেকেই ঝাড়গ্রাম শহর লাগোয়া রাধানগর মোড়ে ঝাড়গ্রাম মেদিনীপুর রাস্তায় অবরোধ শুরু করেছে নিহত তকবির আলির পরিজনেরা। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে রাস্তা অবরোধের জন্য আটকে পড়েছে বহু যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি।

Want justice | newsfront.co

গতকাল দুপুর প্রায় সাড়ে বারোটা নাগাদ ঝাড়গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাছুরডোবা এলাকায় একটি ক্রিকেট খেলা দেখতে এসে দর্শক আসনে থাকা রাধানগর গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামের বাসিন্দা ২৮ বছরের যুবক তকবির আলি।

Villagers protest | newsfront.co
অবরোধ। নিজস্ব চিত্র

অভিযোগ তকবিরকে দুটো হাতে দুটো বন্দুক নিয়ে হঠাৎ গুলি করে বাছুরডোবা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ প্রধান নামে মেদিনীপুর পুলিশ লাইনে কর্তব্যরত এক এনভিএফ কর্মী। তকবিরকে একটি পায়ে ও একটি মাথার কাছে গুলি করা হয় এবং লোহার রোড দিয়ে মাথা থেঁতলে দেওয়ার অভিযোগ ওঠে বিশ্বজিতের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ আদালতের নির্দেশে ভিডিওগ্রাফি সহ দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে গুলিবিদ্ধ বিজেপি কর্মীর

তকবিরকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাঁর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে কলকাতা স্থানান্তর করা হয়। ঝাড়গ্রাম থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয় তকবিরের।

আরও পড়ুনঃ মেদিনীপুরের পদ্মাবতী শ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন হল প্রয়াত বিধায়ক মৃগেন মাইতির

মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রণক্ষেত্রের চেহারা নেই ঝাড়গ্রামের বাছুরডোবা এলাকা। তকবিরের পরিবার লোকজন বিশ্বজিতের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠে। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী ও দমকল বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তকবিরের মর দেহ মেদিনীপুর হাসপাতালের মর্গে রাখা হয় এদিন ময়নাতদন্তের পর তকবিরের দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here