কুইলাপুকুর থেকে সাঁজোয়াল ৫ কিলোমিটার রাস্তার শিলান্যাস

0
60

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

The 5 kilometer road start kolhapur to sajawal
নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ২ নম্বর ব্লকের ৬০ নম্বর জাতীয় সড়ক লাগোয়া কুইলাপুকুর থেকে সাঁজোয়াল ৫ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় পড়ে ছিল। প্রতিদিন কয়েক হাজার আরোহী এই রাস্তা দিয়ে যাতায়াত করেন।

The 5 kilometer road start kolhapur to sajawal
বর্তমানে রাস্তার অবস্থা নিজস্ব চিত্র
The 5 kilometer road start kolhapur to sajawal
নির্মল ঘোষ নিজস্ব চিত্র

এলাকাবাসীদের জন্য মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছিল এই রাস্তা।পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সহায়তায় পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে ৯০ লক্ষ টাকা ব্যয় করে এই পাঁচ কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস হয় আজ।

আরও পড়ুন: নদী ভিত্তিক পরিশ্রুত নলবাহিত পানীয় জল সরবরাহ প্রকল্পের শিলান্যাস

The 5 kilometer road start kolhapur to sajawal
অজিত মাইতি নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি ও পূর্ত বিভাগের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ আজ বিকেলে এই রাস্তার শুভ সূচনা করেন।পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন এই রাস্তা খারাপের জন্য প্রচুর মানুষের যাতায়াতের অসুবিধা হতো।আজ এ রাস্তার সূচনা হলো ও এক মাসের মধ্যে কাজ শুরু হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here