নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ
ডাক্তার দেখাতে বাংলাদেশ থেকে ভারতে এসে হেনস্তার শিকার বাংলাদেশী মহিলা ও তার পরিবার।
ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার অন্তর্গত গুমা প্রমোদ নগর এলাকায়। পুলিশ জানিয়েছে মাস খানেক আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন শিবানন্দ বাছাড় ও তার স্ত্রী পল্লবী মন্ডল ও ছোট্ট মেয়ে।
পূর্ব পরিচিত গুমা প্রমোদনগরের বাসিন্দা সমীর বিশ্বাস, তার বাড়িতেই ঘর ভাড়া নিয়ে চিকিৎসা করেন মেয়ে ও বাবা মা। এর কিছুদিনের মধ্যেই শিবানন্দ বাবু কাজের জন্য বাংলাদেশে ফেরৎ চলে যান। স্ত্রী পল্লবী ও তার মেয়ে ভারতেই চিকিৎসার জন্য থাকেন। পল্লবী মন্ডলের অভিযোগ এরপর থেকেই ক্রমাগত সমীর বিশ্বাস কুপ্রস্তাব দিতে শুরু করে।
আরও পড়ুনঃ ক্লাস চলাকালীন বহিরাগতদের দ্বারা হেনস্তা অধ্যাপক
পল্লবী দেবী রাজি না হওয়ায় শনিবার রাতে ঘরে ঢুকে গলার একটি সোনার চেন, একজোড়া কানের দুল ও তাদের চারটি পাসপোর্ট নিয়ে চলে যায়। পল্লবী দেবী এরপর স্বামীকে সব কথা জানায় শিবানন্দ বাবু বাংলাদেশ থেকে ভারতে এসে মঙ্গলবার সন্ধ্যায় অশোক নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমেছে অশোক নগর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584