শ্যামল রায়,বর্ধমানঃ
বুধবার সিউড়ি জাতীয় সড়কে আউসগ্রাম এর কাছে শিবদা গ্রাম মোড়ে রাস্তা অবরোধ করলেন গ্রামবাসীরা।গ্রামবাসীদের অভিযোগ যে বালি বোঝাই করে আনার সময় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও পুলিশ এবং ভূমি সংস্কার দপ্তর এর আধিকারিকরা তাদের কাছ থেকে টাকা নেন। এর প্রতিবাদে সরব হয়েছেন তারা।
অভিযোগ যে বুধবার সকাল নাগাদ শিবদা গ্রামের ট্রাক্টর চালক লালটু শেখ বালি বোঝাই করে তাদের গ্রামে আনছিলেন।সেই সময় সিউড়ি জাতীয় সড়কে বালির লরি চেকিং করছিলেন ভূমি সংস্কার দপ্তর আধিকারিক ও পুলিশরা।
হঠাৎ করে শিবদা গ্রামের মোড়ের কাছে লালটু শেখের ট্রাকটার কে ধরতে পুলিশ ছুটে সেই সময় লালটু শেখ ট্রাকটারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই এলাকার বাসিন্দারা সকলে জোটবদ্ধভাবে শিবদা গ্রামের কাছে রাস্তায় আসে এবং অবরোধ শুরু করে দেয়।গ্রামবাসীদের অভিযোগ যে বৈধ চালান কাগজপত্র থাকা সত্ত্বেও পুলিশ এবং ভূমি সংস্কার দপ্তর এর আধিকারিকরা টাকা নেয় এর প্রতিবাদে তারা এই রাস্তা অবরোধ করলেন।
শেষে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুনঃ নিয়ন্ত্রণহীন ট্রাক্টরের ধাক্কায় মৃত দুই টোটোযাত্রী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584