সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
ঢোলাহাট থানার পূর্ণচন্দ্রপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম সুব্রত হাতি। বাড়ি পাথরপ্রতিমা এলাকার ঢোলা থানার ১৬ নম্বর পূর্ণচন্দ্রপুরে।
এলাকাবাসী জানায়, ওই যুবক পেশায় ইলেকট্রিক মিস্ত্রী। নিজের বাড়িতে ইলেক্ট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। এর আগেও তিনি বহুবার বিদ্যুৎপ্রবাহ থাকাকালীনই লাইনে কাজ করেন বলে জানা গেছে।
আরও পড়ুনঃ চিতাবাঘের মতো দেখতে বিরল প্রাণী ঘিরে শোরগোল এলাকায়
বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আর্তনাদে তার বাড়ির লোক ছুটে এসে তাকে মাটিতে পড়ে থাকতে দেখে। পরে গুরুতর অবস্থায় ব্যক্তিকে পাথরপ্রতিমা এলাকার হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঢোলাহাট থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584