মনিরুল হক,কোচবিহারঃ
ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কোচবিহারের চান্দামারি এলাকায় বিজেপির ৪ সমর্থকের বাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রসের বিরুদ্ধে। শুধু তাই নয়, ভোট শেষ হতেই বিভিন্ন এলাকা থেকে বিজেপির কর্মী সমর্থকদের উপড়ে হামলা চালানো হয় বলে অভিযোগ।
আরও পড়ুনঃ বিজেপি কর্মীকে মারধোর, অভিযুক্ত তৃনমূল
এদের মাধ্যে গতকাল রাত পর্যন্ত ৭ জন আহত হয়ে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছে। খবর পেয়ে রাতেই আহত দলীয় কর্মীদের দেখতে হাসপাতালে যান বিজেপি প্রার্থী নিশিথ প্রামাণিক।
তিনি অভিযোগ করে বলেন, ভোটে যেমন তৃণমূল সন্ত্রাস করেছে। তেমনি ভোটের পরেও সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।
তৃণমূল কংগ্রেস অবশ্য অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, ভোটে হেরে গেছে বুঝতে পেরে এমন ভিত্তিহীন অভিযোগ করছে বিজেপি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584