নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
মাস খানেক আগে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে আচমকাই ভিজিটে আসেন রাজ্যের অন্যতম ব্যস্ত মন্ত্রী শুভেন্দু অধিকারী।
তমলুক, জেলা সদর হাসপাতালে রোগীদের জন্য যে খাওয়ার দেওয়া হচ্ছিল তা অত্যন্ত নিম্নমানের এই বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের পরিবহণ, সেচ, ও জলসম্পদ মন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। এতদিন পরেও টনক নড়েনি হাসপাতাল কর্তৃপক্ষের।
বুধবার পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর খাওয়ার ডালে মরা টিকটিকি দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায় রোগীদের মধ্যে।
রোগীর আত্মীয়রা সঙ্গে সঙ্গেই হাসপাতাল সুপারকে জানালে, হাসপাতাল সুপার গোপাল দাস ঐ ডাল রোগীদের না দেওয়ার নির্দেশ দেন এবং সাথে সাথেই ঐ ডাল সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠান।
আরও পড়ুনঃ মদ্যপ চালক, দুর্ঘটনাগ্রস্থ পিকআপ ভ্যান
এই ঘটনার ফলে হাসপাতালে চিকিৎসাধীন আরও রোগীদের মধ্যেই চাঞ্চল্য ছড়ায়। যদিও পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে খাওয়ার দেওয়ার দায়িত্বে থাকা ঠিকাদার অতনু সিংহ রোগীদের করা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তার বক্তব্য, ডাল দেওয়ার অনেক পরে টিকটিকি পড়ে থাকতে পারে। তবুও কোনোভাবে রিস্ক নিতে রাজি নয় হাসপাতালের সুপার।
তিনি সম্পূর্ণ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগেও নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছিল ঐ ঠিকাদারের বিরুদ্ধে। তাছাড়া মন্ত্রী শুভেন্দু অধিকারীর অসন্তোষ প্রকাশ করার পরেও এই ঘটনা কেন তা নিয়ে উঠছে প্রশ্ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584