পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন মালদহে

0
51

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

the deputation of assistant teacher | newsfront.co
নিজস্ব চিত্র

পূর্ণ শিক্ষকের মর্যাদার দাবি সহ মোট ৪ দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করে জেলা শিক্ষা দফতরের ডি আইকে ডেপুটেশন দিল মালদহ জেলা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চে।

বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ, শহরের মালদা টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়।মিছিলে পা মেলান,পার্শ্ব শিক্ষকরা।সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় শিক্ষা দপ্তরের সামনে।

the deputation of assistant teacher | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ শিক্ষক দিবসে রাস্তার নেমে আন্দোলন পার্শ্ব শিক্ষকদের

সেখানে দীর্ঘক্ষণ তারা তাদের দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।পূর্ণ শিক্ষকের মর্যাদা সহ মোট চার দফা দাবি নিয়ে তারা শিক্ষা দফতরের আধিকারিককে ডেপুটেশন দেন।

তারা বলেন, বর্তমানে প্রায় ৪৮ হাজার পার্শ্ব শিক্ষক রয়েছে।পূর্ণ শিক্ষকের মর্যাদা,শিক্ষকতা করা অবস্থায় যদি কারো মৃত্যু হয় তার পরিবারকে আর্থিক সহায়তা ও চাকুরী প্রদান,সমকাজে সমবেতন ইত্যাদি দাবি নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করে তাদের দাবি পত্র শিক্ষা দফতরের ডি আই এর হাতে তুলে দেন তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here