রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
বাড়ীর অমতে ভালোবেসে গত এক বছর আগে সাবিনা খাতুনের (২০) সঙ্গে বিয়ে হয় সাদিকুল শেখ(২৪)। বিয়ে করার পর সাদিকুল সাবিনাকে তার মায়ের বাড়িতে রেখে চলে যায় এই প্রতিশ্রুতি দিয়ে যে পরিস্থিতি সামাল দিয়ে তাকে তার বাড়ী নিয়ে যাবে।
আরও পড়ুনঃ আত্মহত্যার চেষ্টা গৃহবধূর
কিন্তু দীর্ঘদিন কেটে যাওয়ার পরও সাবিনাকে নিতে না আসায় তখন সাবিনার পরিবার কান্দী থানায় অভিযোগ করলে কেবল মাত্র পাঁচ দিনের জন্য সাবিনাকে নিজের বাড়ি নিয়ে যায় সাদিকুল। তারপর থেকে নিত্যদিন পণের দাবি করতে থাকে সাদিকুল ও তার পরিবার।সাবিনার পরিবার অত্যন্ত কষ্টে দিন কাটালেও মেয়ের শ্বশুরবাড়ির সমস্ত দাবি দাওয়া না রাখতে পারলেও যথা সাধ্য মত মেয়ের জন্য ধার দেনা করে বেশ কিছু সামগ্রী ও আসবাবপত্র সাবিনার শ্বশুরবাড়ীতে পাঠিয়েছিলেন।
শ্বশুর বাড়িতে কেবল মাত্র পাঁচ দিন থাকার পর নিজের মায়ের বাড়িতে রেখে, কর্মসূত্রে সাদিকুল শেখ চলে যান কুয়েতে কোন কিছু না জানিয়ে।শ্বশুর বাড়িতে থাকাকালীন তার ওপর অনবরত শারীরিক ও মানসিক নির্যাতন করে গেছেন তার শ্বশুরবাড়ির লোকেরা এমনটাই দাবি করছেন সাবিনার পরিবার।
এমনকি তার স্বামী তাকে পণের দাবি করতেই থাকেন এবং পাশাপাশি আত্মহত্যা করার জন্য প্ররোচিত করে।সাবিনা গতকাল রাত্রে মায়ের বাড়িতে তাদের গোয়াল ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।মৃত্যুর পর তার মা আমিরুন বিবি ও বাবা গফুর সেখ কান্দী থানায় অভিযোগ করেছেন সাবিনার স্বামী সাদিকুল শেখ,শ্বশুর ইমামুল শেখ ও শাশুড়ি জাহিদা বিবির বিরুদ্ধে।ভিন্ন গ্রাম হলেও উভয়েই কান্দির বাসিন্দা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584