মাস্ক, গ্লাভসের জন্য দৈনিক ৫ হাজার টাকা বিল! লক্ষাধিক টাকা ফেরাল হাসপাতাল

0
49

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনার সুযোগে কোন হাসপাতাল যে কিভাবে বিল করছে, তা বুঝতে পারছেন না সাধারণ মানুষ। বাধ্য হয়ে অতিরিক্ত বিল হলে সেই বিল মিটিয়েই স্বাস্থ্য কমিশনে দ্বারস্থ হচ্ছে মানুষকে। এমনই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এক অভিযোগ প্রকাশ্যে আসায় রীতিমত অবাক স্বাস্থ্য কমিশনের কর্তারা।

WB health commission | newsfront.co
ফাইল চিত্র

করোনায় রোগী ভর্তি থাকার সময়ে দৈনিক মাস্ক, ফেস শিল্ড এবং গ্লাভসের জন্য বিল করা হয়েছে ৫ হাজার টাকা। ইতিমধ্যে ওই হাসপাতালকে মোট বিল থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা অভিযোগকারী রোগীর পরিবারের হাতে ফেরত দিতে নির্দেশও দেওয়া হয়েছে। স্বাস্থ্য কমিশনের কথামত টাকা ফিরিয়েছে হাসপাতালও।

এর আগে করোনা চিকিৎসার খরচে রাশ টানতে নির্দেশিকা জারি করেছিল রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। তাতে বলা হয়েছিল, কোভিড প্রোটেকশন চার্জ অর্থাৎ পিপিই, মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার–সহ স্বাস্থ্যবিধি সংক্রান্ত সব উপাদান মিলিয়ে দিনে ১০০০ টাকার বেশি নিতে পারবে না বেসরকারি হাসপাতালগুলি।

আরও পড়ুনঃ এবার করোনা আক্রান্ত খোদ স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী

কিন্তু হাসপাতালের বিল করার সময়ে সেই সমস্ত নির্দেশিকাকে গ্রাহ্যই করছে না একাধিক বেসরকারি হাসপাতাল। ঠিক যেমন হয়েছে উত্তর কলকাতার পন্ডিত পুরুষোত্তম রায় স্ট্রিটের বাসিন্দা রবীন্দ্রকুমার চোপড়ার (৫৮) সঙ্গে।

করোনা আক্রান্ত ওই ব্যক্তি ভর্তি ছিলেন নিউ আলিপুরের বিপি পোদ্দার হাসপাতালে। কিন্তু গত ২১ জুলাই থেকে ২৯ জুলাই, উপসর্গহীন এই কোভিড রোগীর কাছ থেকে ন’দিনে নেওয়া হয় ৪ লক্ষ ৩২ হাজার টাকা। কিন্তু কোথাও একটা হিসেব গরমিল মনে হচ্ছিল পরিবারের।

আরও পড়ুনঃ জিডিপি পতনের ইঙ্গিত দিলেন আরবিআই গর্ভনর

এরপরই কমিশনে অভিযোগ জানান ওই ব্যক্তির পরিবার। কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘রোগীর কাছ থেকে প্রতিদিন ৫ হাজার টাকা করে আইসোলেশন চার্জ নেওয়া হয়েছে।’’ সাধারণ বেডের জন্য প্রতিদিন ৭ হাজার টাকা করে চার্জ নেওয়া হয়েছে। আবার সেখানেই দাম ধরা হয়েছে ফেস শিল্ড, গ্লাভস, মাস্কের। তাও আবার প্রতিদিন ৫ হাজার টাকা করে।

হাসপাতালগুলি কোন ক্ষেত্রে কত বিল নেবে, তা কিছুদিন আগেই বেঁধে দিয়েছিল স্বাস্থ্য কমিশন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, ঘুরপথে তাঁদের বিলের বোঝা বাড়াতেই ব্যস্ত হাসপাতালগুলি। তবে এরকম ভাবে বিলের ক্ষেত্রে বেনিয়ম হলেই স্বাস্থ্য কমিশনে অভিযোগ জানাতে নির্দেশ দিয়েছে কমিশন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here