তৃণমূল নেতার ছাপ্পা দেওয়ার নির্দেশের অডিও রেকর্ডিং ভাইরাল,বিজেপির চক্রান্ত বলে অভিযোগ অস্বীকার

0
112

মনিরুল হক,কোচবিহারঃ

The instruction of tmc leader
অভিযুক্ত ব্লক সভাপতি খোকন মিয়া।ফাইল চিত্র

সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে না।সেই সুযোগে দলীয় কর্মীদের ছাপ্পা দেওয়ার নির্দেশ দিচ্ছেন কোচবিহারের এক তৃণমূল নেতা।এমন একটি অডিও ভাইরাল হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ওই অডিও নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি নেতৃত্ব।৪মিনিট ১০ সেকেন্ডের ওই অডিওতে মূল নির্দেশে বলা হয়েছে, ১০০টি বুথের মধ্যে ৪০টি বুথে মিলিটারি ফোর্স আসবে।বাকি বুথে ঢুকে ছাপ্পা ভোট দিয়ে দেবেন।ভোট যেভাবেই হোক তৃণমূলে ফেলতে হবে।এটাই আমাদের লক্ষ্য।

কোন ঘরোয়া সভায় কর্মীদের উদ্দেশ্যে কোচবিহার ১ নং ব্লক তৃণমূল সভাপতি খোকন মিঞা নাকি বক্তব্য রাখছিলেন।সেই সময় ওই অডিও রেকর্ডিং করে ভাইরাল করে দেওয়া হয়েছে বলে অনেকেই মনে করছেন।(তবে ওই অডিওর সত্যতা নিউজ ফ্রন্ট যাচাই করে নি।

 

আরও পড়ুনঃ তৃণমূল নেতাদের গাছে বেঁধে রাখার নিদান,সাথে পুলিশকে গ্যারেজ করে দেওয়ার হুঁশিয়ারি দিলীপের

কোচবিহারে বিজেপি নেতা উৎপল কুমার দেব বলেন, “ওই অডিও ক্লিপে পরিষ্কার বোঝা যাচ্ছে খোকন মিয়া কোন একটা ঘরোয়া সভা থেকে এমন নির্দেশ দিচ্ছেন। কিন্তু এসব করে এবার ওরা পার পাবে না।মানুষ রুখে দেবে।তবু বিষয়টি আমরা নির্বাচন কমিশনের নজরে আনবো।”অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কোচবিহার ১নং ব্লক সভাপতি খোকন মিয়াঁ বলেন,“পুরো বিষয়টি সাজানো।আমি কোথাও এমন কথা বলি নি।যদিও এমন কোন অডিও ছড়িয়ে থাকে, তাহলে সেটা বিজেপির চক্রান্ত।হেরে গিয়েছে বুঝতে এসব চক্রান্ত করে বেরাচ্ছে।”

ওই অডিওতে বলা হয়েছে, এই কাজটা কিন্তু ১০০ শতাংশ করতে হবে।অন্য কোনও দলকে একটাও ভোট দেওয়া যাবে না।যদি কেউ মনে করে কিছু ভোট হাত চিহ্নে দেব, কিছু ভোট বিজেপিকে দেব। আর কিছু ভোট তৃণমূলে দেব। এসব করলে কিন্তু ভোটের পর চিহ্নিতকরণ করা হবে।

১০০টি বুথের মধ্যে ৪০টি বুথে আসবে প্যারা মিলিটারি।প্রত্যেকটা দলের লোক বুঝে গেছে যে প্রত্যেকটা বুথে কেন প্যারা মিলিটারি নেই।আমার হোদলপুরে একটাও প্যারা মিলিটারি থাকবে না।বাকি জায়গায় আমার কন্ট্রোল থাকবে।অফিসার যারা আসবেন,তাঁরা কিন্তু আমাদের কর্মচারী।

কোথায় কোথায় কী করতে হবে তা চিহ্নিত করার কাজ শুরু করে দিয়েছি।ওই বুথগুলির জন্য আমরা লোকজন তৈরি করে রেখেছি। প্রিসাইডিং অফিসার যখন আসবেন,৫-৬ জন তাঁকে সেটিং করবে।বুথে ঢুকে ছাপ্পা ভোট দিয়ে দেবেন।ভোট যেভাবেই হোক তৃণমূলে পড়তে হবে।এটাই আমাদের লক্ষ্য।

বিজেপির অভিযোগ পাওয়ার পরে এই অডিও নিয়ে নির্বাচন কমিশন কোন ব্যবস্থা গ্রহন করে কিনা এখন সেটাই দেখার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here