প্রার্থীর সমর্থনে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সমাবেশ

0
78

শ্যামল রায়,কালনাঃ

the meeting of tmcp
নিজস্ব চিত্র

ভোটের দিন যত এগিয়ে আসছে ততই সেই সব দলের ছাত্র যুব সংগঠনের তরফ থেকে ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়ছেন নেতারা।বর্ধমান পূর্ব লোক সভা কেন্দ্রের প্রার্থী সুনীল কুমার মন্ডলের সমর্থনে পূর্বস্থলী ২নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের ডাকে এদিন এক ছাত্র সমাবেশের আয়োজন করা হয়।উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃনাঙ্কু ভট্টাচার্য।

তিনি বলেন “ঐক্যবদ্ধ ভারত গড়তে হলে একমাত্র তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন।বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন।বাংলার উন্নয়ন কে বিশ্বের দরবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হাজির করিয়েছেন বিশ্বের বুকে ভারতবর্ষ কেউ সোনার ভারত হিসাবে হাজির করানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী দরকার।”

আরও পড়ুনঃ তৃণমূলের ব্রিগেড সমাবেশের আগে কোচবিহারে তৃণমূল ছাত্র পরিষদের মিছিল

সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পকে হাতিয়ার করেই ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেসের ছাত্র-যুব সংগঠনের নেতা নেত্রীরা।এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি রুমানা আক্তার,পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন,পূর্বস্থলী ২নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দাদা রতন ঘোষাল ও আরও নেতা নেত্রীগন।

জেলায় ভোট প্রচারে অনেকটাই এগিয়ে তৃণমূল কংগ্রেস।তবে বিরোধীদের খুব হালকা করে নিয়ে ফেললে পরবর্তীতে সমীকরণ না মিললেও অসুবিধায় পড়তে পারে শাসক দল,এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here