শ্রাবণের পাহাড়ে সুরেলা ঝর্ণা নিয়ে আসছে ‘বারিস’

0
162

নিজস্ব প্রতিবেদক,দক্ষিন দিনাজপুরঃ

অভিনয় জগতের অতি পরিচিত মুখ দেবাংশু রায় আরো একবার নতুন আঙ্গিকে অনবদ্য ও অভাবনীয় গল্প নিয়ে আসতে চলেছে হিন্দী মিউজিক ভিডিও “বারিস” ।

movie details of barrish | newsfront.co
নিজস্ব চিত্র

চলতি জুলাই-এর এই শ্রাবণ মাসে বৃষ্টির ধারায় ভিজে পাহাড়ের কোলে হয়ে গেলো একটি হিন্দী মিউজিক ভিডিওর শুটিং।

movie details of barrish | newsfront.co
নিজস্ব চিত্র

“একে ক্রীয়েসান প্রোডাকসানের” প্রযোজনায় “বারিস” নামে একটি হিন্দী মিউজিক ভিডিওর শুটিং চলতি মাসের ১৪-১৭ তারিখ মহা সমরোহে পাহাড়ের বিভিন্ন জায়গায় শুট করা হয়।পাহাড় ও প্রকৃতির মনোরম পরিবেশে বিভিন্ন জায়গায় শুটিং হয়।

movie details of barrish | newsfront.co
নিজস্ব চিত্র

যথাক্রমে, দার্জিলিং এর ম্যালে, ঘুম স্টেশন, কার্শিয়াং, ডোওহীল রোড,সোনাদা দুধীয়া সহ পাহাড়ের অতি মনোরম পরিবেশে শুটিং হয়। প্রসঙ্গত, এই ভিডিওটির প্রযোজক অশোক কুমার।

ভিডিও তে অভিনয় করেছেন টলিউডের জনপ্রীয় দুই অভিনেতা ও অভিনেত্রী দেবাংশু রায় ও ডল ডালিয়া ঘোষ। সঙ্গীত পরিবেশন করেছেন জয় ও এ.ডি। গান গেয়েছে রহীদ, মিউজিক ভিডিওটির গান রেকর্ডিং হয়েছে স্টুডিও “জে” তে পাশাপাশি গানটি লিখেছেন জয় ও এ.ডি।

আরও পড়ুনঃ এবার বিরসার বিবাহ অভিযান

Barrish | newsfront.co
বারিস মিউজিক অ্যালবামের শুটিং ।নিজস্ব চিত্র

ভিডিওটির নির্দেশনা, সম্পাদনা ও পরিচালনা করেছেন মালদার সুপরিচিত পুরস্কার প্রাপ্ত চলচিত্রগ্রাহক পবিত্র দাস। সাথে সহকারী চিত্রগ্রাহকরা হলেন স্বস্তি রঞ্জন ঘোষ ও শুভ পাল। চলতি বছরের অাগষ্ট মাসে “একে ক্রীয়েসানের” নিজস্ব ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও “বারিস” মুক্তি পেতে চলেছে।

প্রসঙ্গত, টলিউডের জনপ্রীয় অভিনেতা দেবাংশু রায় জি বাংলার জনপ্রীয় ধারাবাহিক “ভানুমতীর খেল” তে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন, এছাড়াও প্রায় শতাধিক মিউজিক ভিডিও, সিনেমা ও শর্টফিল্মে চুটিয়ে অভিনয় করেছেন।

এই বিষয়ে তিনি জানান, ‘আমরা চলতি মাসে পাহাড়ের মনোরম পরিবেশে টানা কাজ করেছি দুর্দান্ত স্পটে,আগামী মাসে “একে ক্রীয়েসানের” নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে চলেছে।

দর্শকদের জন্য আমাদের টিমের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরুপ উপহার এই “বারিস” হিন্দী মিউজিক ভিডিওটি।আমি প্রযোজন অশোক কুমার, চলচিত্রগ্রাহক পবিত্র দাস, সঙ্গীত শিল্পী রহীদ, সঙ্গীত পরিবেশক জয় ও এ.ডি সহ টিমের অন্যান্য সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ।’

অন্যদিকে চলচিত্রগ্রাহক পবিত্র দাস বলেন, ‘মিউজিক ভিডিওটির সফলতা নিয়ে আমি আশাবাদী, একটি অন্য ধরনের গল্প নিয়ে হিন্দী মিউজিক ভিডিও বারিস তৈরি হয়েছে, যা দর্শকদের দেখবার জন্য আন্তরিক অনুরোধ রইল।’

সর্বশেষে “একে ক্রীয়েসান প্রোডাকসানের” “বারিস” মিউজিক ভিডিওর শুভ মুক্তি ও সফলতার অপেক্ষায় যারপরনাই ভাবে অপেক্ষারত টিম সদস্য সহ মনোরঞ্জন প্রেমী দর্শকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here