পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
তৃণমূল কংগ্রেস পরিচালিত বিন্দোল গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ তুলে রায়গঞ্জে জাতীয় সড়ক অবরোধ করে গ্রামের বাসিন্দারা।রবিবার বেলা ১১টা নাগাদ রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিন্দোল গ্রামের শতাধিক বাসিন্দা।
বিক্ষোভকারীদের অভিযোগ,পঞ্চায়েত প্রধান সহ একাধিক সদস্য কোটি কোটি টাকা আর্থিক তছরুপের সাথে জড়িত৷তাই এদিন সরকারি টাকা আত্মসাৎ করার অভিযোগে সরব হয়েছেন আন্দোলনকারীরা৷এরই প্রতিবাদে এদিন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন গ্রামের বাসিন্দারা।
আরও পড়ুনঃ ফুটওভার ব্রিজের দাবিতে উত্তরকন্যার সামনে জাতীয় সড়ক অবরোধ
অভিযুক্তদের গ্রেফতারের দাবি তোলা হয়েছে।দুষ্কৃতীদের গ্রেফতার না করা পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় এদিন সকাল থেকেই ব্যাপক পরিমাণে পুলিশ নামানো হয় রাস্তায়৷বড় কোনো গন্ডগোল এড়াতেই এমন ব্যবস্থা বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584