কুড়ি টাকার নতুন নোট

0
275

নিউজফ্রন্ট,ওয়েব ডেস্কঃ

the new note of twenty rupee
নিজস্ব চিত্র

নতুন কুড়ি টাকার নোট ছাপানোর কাজ শুরু হতে চলেছে চলতি সপ্তাহেই।পূর্বে সিকিউরিটি প্রিন্টিং এন্ড মিনিং করপরেশন অফ ইন্ডিয়া জানিয়েছিল চলতি অর্থবর্ষে নতুন ২০ টাকার নোট ছাপার কাজ শুরু হবে। সেই অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল চলতি বছরের এপ্রিলেই নতুন ২০ টাকার নোট বাজারে আসতে চলেছে।

আরও পড়ুনঃ জাল নোট সহ ধৃত ১

উল্লেখ্য, ভারতে মোট চারটি কারেন্সি নোট প্রেস রয়েছে।তার মধ্যে দুটি রিজার্ভ ব্যাঙ্ক এবং দুটি এস পি এম সি আই এল (SPMCIL) এর অধীনস্থ । আর বি আই অধীনস্থ কারেন্সি নোট প্রেসের একটি রয়েছে এ রাজ্যের শালবনিতে এবং অন্যটি রয়েছে মাইসোরে।আর এস পি এম সি আই এল অধীনস্থ নোট প্রেস দুটির একটি রয়েছে নাসিকে এবং অন্যটি রয়েছে মধ্যপ্রদেশের দেওয়াসে।

ইতিমধ্যেই সবুজাভ হলুদ রঙের নতুন ২০ টাকার নোটের ডিজাইন চলে গেছে এস পি এম সি আই এল অধীনস্থ নাসিকের কারেন্সি নোট প্রেসে।মোট ৮০০ মিলিয়ন নতুন ২০ টাকার নোট ছাপানো হবে বলে জানা গেছে।মহাত্মা গান্ধী সিরিজের নতুন ২০ টাকার এই নোটে স্বাক্ষর থাকবে রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর শশীকান্ত দাসের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here