মনিরুল হক, কোচবিহারঃ
পুজোর প্রসাদ খেয়ে শতাধিক লোক অসুস্থ হয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।কোচবিহার ২ নম্বর ব্লক এলাকার পুন্ডিবাড়িতে দক্ষিণ বরোরাংরস এলাকার ঘটনা।ইতিমধ্যেই বেশ কয়েকজন পুন্ডিবাড়ি ব্লক হাসপাতাল ও কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।বাকিদের জন্য চিকিৎসকের দল গ্রামে পাঠিয়ে চিকিৎসার কাজ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল সদক্ষিণ বরো রাংরস এলাকার বাসিন্দা পরমেশ রায়ের বাড়িতে বুড়া-বুড়ির পূজা হয়।বিকেলে সেখানে খিচুড়ি ও দুধের প্রসাদ খাওয়ানো হয় আমন্ত্রিত প্রতিবেশীদের।
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকি,অসুস্থ ৬
প্রসাদ খাওয়ার পর গতকালকেই ৪ থেকে ৫ জন অসুস্থ বোধ করলে তাঁদের পুন্ডিবাড়ি ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আজ সকাল থেকে ওই গ্রামের শতাধিক লোক অসুস্থ হতে শুরু করেন। তাঁদের অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৫৭ জনকে স্বাস্থ্য দফতরের একটি দল গ্রামে গিয়েই চিকিৎসা করছে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584