সুচেতা কলাকেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন

0
88

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর। ছোট হলেও সাংস্কৃতিক চর্চার দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে শহরটি।এই শহরে বেশ কয়েকটি নাট্যদল র‍য়েছে যা শুধু এই রাজ্যে নয় আশে পাশের রাজ্য থেকে এমন কি পাশের দেশ বাংলাদেশে গিয়ে সুনাম অর্জন করেছে।

নিজস্ব চিত্র

এবারে নতুন করে সুচেতা কলাকেন্দ্র নামে একটি নতুন সংস্থার উনমোচন হল। সুচেতা কলাকেন্দ্র বেশ কয়েক বছর যাবত তারা নাচ,গান,নাট্য চর্চা চালিয়ে গেলেও তাদের সরকারি ভাবে রেজিষ্ট্রেশন ছিল না। এদিন সরকারি স্বীকৃতি পেল নতুন ভাবনায় কালিয়াগঞ্জ সুচেতা কলাকেন্দ্রের পথ চলা শুরু হল।

preparation of cultural program | newsfront.co
সম্বর্ধনা অনুষ্ঠান।নিজস্ব চিত্র

১৩ ও ১৪ জুলাই দুই দিন ব্যাপী কালিয়াগঞ্জ সুচেতা কলাকেন্দ্রের নিবেদিত সংগীত নাটক উৎসবের আয়োজন করা হল নজমূ নাট্যনিকেতনে।১৩ জুলাই সন্ধ্যায় উদ্ধোনী অনুষ্ঠান এবং সংবর্ধনা জ্ঞাপন।তার সাথে দিনাজপুরের শিল্পী তথা কুশমন্ডী পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাসের লোকসংগীতের সিডি প্রকাশিত হলো।উন্মেষ সাহিত্য পত্রিকার ৩য় সংখ্যা প্রকাশও হয় এদিন।

নিজস্ব চিত্র

সর্ব শেষে কবি সুকান্ত ভট্টাচার্য এবং গীতিকার সুরকার সলীল চৌধুরীর সুনির্বাচিত কবিতা ও সংগীতের সংকলন ছিল হৃদয়গ্রাহী।১৪ জুলাই রবিবার সন্ধ্যায় সুচেতা কলাকেন্দ্রের পরিচালিত প্রথম নাটক রবীন্দ্র নাথ ঠাকুরের গল্পে অবলম্বনে “দৃষ্টিদান” নাটক মঞ্চস্থ হয়।

আরও পড়ুনঃ ব্যঞ্জনা-র উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা

এদিন উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারাপুরের মহকুমা শাসক দেবাঞ্জন রায়, কুশমন্ডির পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস,কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান কার্তিক চন্দ্র পাল,কালিয়াগঞ্জ থানার আই সি তথা ডি এস পি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়,উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য সুনির্মল জ্যোতি বিশ্বাস, লোকসংগীত গবেষক ডঃ জলধর কর্মকার, অধ্যাপিকা রবীন্দ্রভারতী ডঃ কঙ্কনা মিত্র,সুচেতা কলাকেন্দ্রের সম্পাদক ডঃ তামস রঞ্জন ব্যানার্জী ও সভাপতি ডঃ কঙ্কনা মিত্র সহ বিশিষ্ট জনেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here