আক্রান্ত দলীয় কার্যালয়,প্রতিবাদে সিউড়িতে মিছিল তৃণমূলের

0
69

পিয়ালী দাস,বীরভূমঃ

the rally of tmc at surie
মিছিল।নিজস্ব চিত্র

বুধবার সাঁইথিয়া থানার মেলানপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। সে বিষয় নিয়ে সভাধিপতি বিকাশ রায়চৌধুরী সরাসরি স্পষ্ট জানিয়ে দেন,ফের যদি কোথাও দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনা ঘটায় বিজেপি অথবা কোথাও তৃণমূল দলীয় কার্যালয় বিজেপি পতাকা লাগিয়ে দখল করে নেয় তাহলে তৃণমূলের সৈনিকরা হাত গুটিয়ে বসে থাকবে না। বিজেপির কাছ থেকে তৃণমূলের অফিস পুনরুদ্ধার করে নেবে এবং বিজেপির সব রকম অত্যাচারের জবাব দেবে গণতান্ত্রিক পদ্ধতিতে।

সেই গণতান্ত্রিক পদ্ধতি মেনে বৃহস্পতিবার সিউড়ি থানায় পুরন্দরপুর অঞ্চলে এক বিশাল প্রতিবাদ মিছিল আয়োজিত হল বীরভূম জেলা সভাধিপতি বিকাশ রায় চৌধুরী ও সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতি সাহার নেতৃত্বে।

আরও পড়ুনঃ সাঁইথিয়ায় বিজেপির বিজয় মিছিল

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে অন্যান্য জায়গার মতো কমবেশি বীরভূম জেলাতে ও বিজেপির হামলার সম্মুখীন হতে হয়েছে বীরভূম জেলার তৃণমূল কর্মীদের।বৃহস্পতিবার সকাল দশটার সময় চড়া রোদ কে উপেক্ষা করে হাজার হাজার তৃণমূল কর্মীরা এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন।
এই প্রতিবাদ মিছিল গোটা পুরন্দপুর অঞ্চলকে প্রদক্ষিন করে।

বীরভূম জেলা সভাধিপতি বিকাশ রায় চৌধুরী জানান, বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে গ্রামে গঞ্জে তৃণমূল কর্মীদের ওপর রাতের অন্ধকারে কাপুরুষের মতো বিজেপি হামলা চালাচ্ছে,কোথাও কোথাও তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, গ্রামের মানুষদের ভয় দেখিয়ে বিজেপিতে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি কর্মীরা,তাই আজকের এই প্রতিবাদ মিছিল থেকে বিজেপিকে বুঝিয়ে দিতে চাই যে বীরভূমের মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে ছিল,পাশে আছে, পাশে থাকবে। এইভাবে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালিয়ে, বন্দুকের নল দিয়ে ভয় দেখিয়ে, তৃণমূল থেকে বিজেপিতে নিয়ে যাওয়া যাবে না। বীরভূম জেলা তৃণমূলের সৈনিকরা তৃণমূল কংগ্রেস করছে তারা অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে পা মিলিয়েছে। এত সহজে তৃনমূল কংগ্রেসের মনোবল ভেঙে দিতে পারবে না বিজেপি।আজকের এই প্রতিবাদ মিছিলে হাজারো মানুষ তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে মা-মাটি-মানুষের স্লোগানে সোচ্চার হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here