পুলওয়ামা কান্ডে শহীদ জওয়ানের প্রতি শ্রদ্ধা জানাতে অব্যাহত মৌন মিছিল

0
185

মনিরুল হক,কোচবিহারঃ

The silence procession for pulwama's martyr jawan
নিজস্ব চিত্র

পুলওয়ামায় সেনা জওয়ানের কনভয়ে জঙ্গি হামলার ঘটনায় শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কোচবিহার শহরে মৌন মিছিল করল কোচবিহার কলেজের ছাত্র ছাত্রীরা। বুধবার দুপুরে এই মৌন মিছিল কোচবিহার কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের এই মৌন মিছিলে কলেজের ছাত্র ছাত্রীদের পক্ষে দিবাকর ভট্টাচার্য, সাজিদ আনসারী, রিয়া নন্দী, মঞ্জুদার রহমান সহ আরও অনেকে।

The silence procession for pulwama's martyr jawan | newsfront.co
নিজস্ব চিত্র

কলেজের ছাত্র দিবাকর ভট্টাচার্য বলেন, কাশ্মীরের পুলওয়ামায় সেনা জওয়ানদের কনভয়ে জঙ্গি হামলার ঘটনায় প্রায় ৪০ জন সেনা জওয়ান দেশের জন্যে শহীদ হয়েছেন। সেই শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিনের এই প্রতিবাদ মিছিল বলে তিনি জানান।

আরও পড়ুনঃ মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরের শহীদ স্মরণে মৌন মিছিল

অন্যদিকে, কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হামলায় নিহত বীর সেনাদের প্রতি শ্রদ্ধা এবং এই মর্মান্তিক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এদিন সন্ধ্যায় ৪ নং ওয়ার্ডের বাসিন্দারা মুখে কালো কাপড় বেধে হাতে মোমবাতি নিয়ে এই মৌন মিছিল করল। এদিনের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পৌরপতি ভূষন সিং সহ আরও অনেকে। এই মৌন মিছিল ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।

তাছাড়াও এদিন দিনহাটায় বামফ্রন্টের পক্ষ থেকে এক মৌন মিছিল দিনহাটা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের এই মৌন মিছিলে উপস্থিত ছিলেন, সারা ভারত ফরওয়ার্ড ব্লকের দিনহাটা কমিটির নেতা বিকাশ মন্ডল, যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুর রউফ, সিপিআইএম নেতা তারাপদ বর্মন, প্রবীর পাল,ছাত্র নেতা শুভ্রালোক দাস সহ আরও অনেকে। এদিনের এই প্রতিবাদ মিছিল দিনহাটা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উল্লেখ, বৃহস্পতিবার বিকেলে কাশ্মীরে সেনা জওয়ানদের ওপর জঙ্গি হামলার ঘটনার পর থেকে তীব্র নিন্দার ঝড় ওঠে গোটা দেশ জুড়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here