কান্দিতে জমি সংক্রান্ত বিবাদের জেরে গুলিবিদ্ধ ছাত্র

0
38

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

student dead in agriculture conflict | newsfront.co
গুলিবিদ্ধ ছাত্র।নিজস্ব চিত্র

কান্দির হিজল পঞ্চায়েতের বেনেপুর গ্রামে গুলি বিদ্ধ হলো দ্বাদশ শ্রেণির ছাত্র।ঘটনায় অভিযুক্ত একজন যুবক।জমি সংক্রান্ত বিবাদের জেরে এমন ঘটনা,গুলিতে আহত হল দ্বাদশ শ্রেণির এক ছাত্র।রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার বেনেপুর গ্রামে।

সফিউল আলম খান, বিধায়ক।নিজস্ব চিত্র

গুরুতর আহত ওই ছাত্রের নাম ওসমান সেখ।ঘটনায় অভিযুক্ত বেনেপুর গ্রামের রব সেখ নামের এক যুবককে গ্রেফতার করেছে কান্দি থানার পুলিশ।মূল অভিযুক্ত রিপন সেখের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

নিজস্ব চিত্র

ওসমান সেখ ডান পায়ে গুলি বিদ্ধ হলে আহত অবস্থায় তাকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।আহতের পরিবারের দাবি,অস্ত্রপচার করে পা থেকে গুলি বের করা হয়েছে।তবে এদিনের গুলি চালানোর ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

আরও পড়ুনঃ পতাকা টাঙানো ঘিরে বচসা থেকে বোমাবাজি, গুলিবিদ্ধ বিজেপি কর্মী

আহতের বাবা খান বাহাদুর সেখ কংগ্রেস কর্মী। ওই এলাকার বিধায়ক সফিউল আলম খান জানিয়েছেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় বোমাবাজি ও গুলি চালিয়ে এলাকার মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখতে চাইছে।এদিনের ঘটনা তার উদাহরণ।

তবে কংগ্রেসের এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পার্থ প্রতিম সরকার জানিয়েছেন,”দীর্ঘ দিন থেকেই গ্রামের দুই পরিবারের মধ্যে পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here