এক রাতেই এলাকার তিন মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য

0
54

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

temple robbery in one night | newsfront.co
নিজস্ব চিত্র

একাধিক মন্দিরে একই রাতে চুরির ঘটনা ঘটলো ।ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় এর বড় কলঙ্ককাই এলাকায়।দৈনন্দিন যেমন প্রত্যেকটি মন্দিরে প্রত্যহ সকাল পুজো এবং সন্ধ্যায় আরতি হয় সেই ভাবেই গত কাল বড় কলঙ্ককাই এর যে তিনটি মন্দিরে চুরি হয়েছে তাদের পূজার্চনা করে পুরোহিতরা বাড়ি গেছেন ।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র

আজ সকালে যখন তার পুনরায় পুজোর জন্য আসেন দেখেন মন্দিরের কোনটির দরজা খোলা রয়েছে কোনটি দেওয়ালের অংশ এবং দরজার অংশ রয়েছে ।ভেতরে বিগ্রহ এবং পুজোর সামগ্রী ছড়ানো ছিটানো ।বিগ্রহে থাকা অলংকার নেই ।

temple robbery in one night | newsfornt.co
নিজস্ব চিত্র

তারপর এলাকাবাসীদের কে জানান পূজারীরা।তারপর ঘটনাস্থলে আসে নারায়ণগড় থানার পুলিশ।তবে কে বা কারা এই ধরনের কাজ করলেন তা এখনো স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ পুকুর চুরি রুখে পূর্বাবস্থায় ফিরিয়ে দিতে প্রশাসনের উদ্যোগ

নিজস্ব চিত্র
দীপক কুমার রায়,মন্দিরের পুরোহিত।নিজস্ব চিত্র
local public | newsfront.co
স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

একই দিনে একই রাত্রে একাধিক মন্দিরে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।এলাকাবাসীরা দোষীদের কে ধরে উপযুক্ত শাস্তির দাবি করেছেন।সমস্ত ঘটনা তদন্ত করে দেখছে নারায়ণগড় থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here