প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
জীবন ও জীবিকা নিয়ে চরম সংকটে যারা, তাদের এলাকায় পৌঁছে বেশ কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে খাবার তুলে দিচ্ছে সমাজ কর্মীরা। ইসলামপুরের রামগঞ্জ আলো ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে শনিবার স্থানীয় ধুবরা ও চোছপাড়া এই দুটি গ্রামের মানুষদের প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়।সামাজিক দূরত্ব মেনেই লক্ষণরেখায় লাইনে দাঁড়িয়ে গ্রামবাসীরা সেসব খাবার তুলে নেন।
আরও পড়ুনঃ অসহায় মানুষের পাশে শিক্ষক শ্যাম লাল
সম্পাদক সিদ্দিক আলম জানান, এখন পর্যন্ত মোট সাতটা গ্রামের মানুষদের তারা চাল, ডাল সহ রান্নার প্রয়োজনীয় সরঞ্জাম ও শুকনো খাবার পৌঁছে দিতে পেরেছেন। রবিবার রয়েছে আরও তিনটি গ্রামে তাদের কর্মসূচি। যেসমস্ত মানুষগুলো দুবেলা পেটপুরে খেতে পায়না, সদ্য কাজ হারিয়েছে। তাদের জন্য এভাবেই লকডাউন চলাকালীন পর্যন্ত পরিষেবা বহাল থাকবে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584