ঝাড়গ্রামে বিশ্ব বাংলা শারদ সম্মান ঘোষণা

0
203

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

চোখ ধাঁধালো কোন পুজো? কোন প্যান্ডেল এবার চমকে দিল সবাইকে? কোন প্রতিমা এবার সেরার সেরা হল?
শুক্রবার ঝাড়গ্রাম জেলার দূর্গাপূজা কমিটি গুলিকে রাজ্য সরকারের বিশ্ববাংলা শারদ সম্মান দেওয়া হল। সেরা পূজা, সেরা মণ্ডপ ও সেরা প্রতিমা এই তিনটি বিভাগে তিনটি করে মোট নটি দূর্গোৎসব কমিটিকে এই পুরষ্কার দেওয়া হয়।

world bengal sarad samman | newsfront.co
নিজস্ব চিত্র

২০১৯ সালের সেরার সেরা পুজোর তালিকায় পুরস্কার প্রাপকরা হলেন ১। ঝাড়গ্রাম পূর্বাশা পুজো কমিটি ২। গিধনি সার্বজনীন দুর্গাপুজো কমিটি ৩। রঘুনাথপুর অফিসার্স ক্লাব সার্বজনীন দুর্গাপুজো কমিটি।

সেরা প্রতিমা হিসাবে বিবেচিত হয়েছে ১। শারদোৎসব দুর্গাপুজো কমিটি ২। জামবনি দুর্গাপুজো কমিটি ৩। ঝাড়গ্রাম দুর্গা ময়দান কমিটি।

আরও পড়ুনঃ শাস্ত্র মেনে মন্ত্রোচ্চারণ হয় না এই দুর্গা পুজোয়

সেরা মন্ডপ হিসাবে পুরস্কার জিতেছে ১। বাছুরডোবা সার্বজনীন দুর্গাপুজো কমিটি ২। বিরিহান্ডি সার্বজনীন দুর্গাপুজো কমিটি ৩। ঘোড়াধরা সার্বজনীন দুর্গাপুজো কমিটি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here