নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বহু চেষ্টা করেও মন্দিরে চুরি করতে ব্যর্থ হল এক দল দুষ্কৃতী ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ১০ নম্বর অঞ্চলের কর্ণগড় মা মহামায়া মন্দিরে ৷ স্থানীয় সূত্রে ও মন্দির কমিটি সূত্রে জানা যায় যে বুধবার রাতে বেশ কিছু দুষ্কৃতী মন্দিরের মূল দরজা ভাঙার পর ভেতরে প্রবেশ করে ৷
এরপর ভিতরে প্রবেশ করার পর যোগমায়ার মন্দিরে কিছু না পেয়ে মহামায়া মন্দিরে আরেকটি তালা ভাঙার চেষ্টা করে ৷ কিন্তু সেখানেও তালা ভাঙতে ব্যর্থ হয় দুষ্কৃতীরা ৷ বৃহস্পতিবার সকাল নাগাদ স্থানীয় বাসিন্দা ও মন্দির কমিটির লোকজনের নজরে আসে এই দৃশ্য, সাথে সাথেই খবর দেওয়া হয় শালবনী থানার পুলিশকে ৷
আরও পড়ুনঃ মাদারিহাটে চা শ্রমিকদের বিক্ষোভ
ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে ৷ যদিও মন্দির কমিটির পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে মন্দিরের নিরাপত্তার দাবি জানানো হয়েছে ৷ অন্যদিকে এই ঘটনার ফলে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584