নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা ভাইরাসের দাপটে প্রায় স্তব্ধ জনজীবন। দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। ফলে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এহেন পরিস্থিতির মধ্যে চুরি করার জন্য পিপিই কিটের শরণাপন্ন হল একদল চোর।
দু’দিন আগে অভিনব কায়দায় ঘটা করে সাফ করল সোনার দোকান। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাতারা জেলায়। এই অভিনবনীয় চুরির ছবি ধরা পড়েছে দোকানের সিসিটিভি ক্যামেরায়। যা ঘাঁটতে গিয়ে অবাক হয়ে গিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ সিবিএসই-র সিলেবাস থেকে বাদ গণতান্ত্রিক অধিকার, নাগরিকত্ব, ধর্ম নিরপেক্ষতার অধ্যায়
সিসিটিভি ফুটে দেখা গিয়েছে যে, রীতিমতো গ্লাভস পরে, টুপি, মাস্ক ও জ্যাকেটে সুসজ্জিত চোরের দল দোকানের লকার ও শোকেস খুলে গয়না লোপাট করে চলেছে। দোকানের মালিকের হিসেব মতো প্রায় ৭৮০ গ্রাম সোনা নিয়ে চম্পট দেয় তস্কর বাহিনী। করোনা মহামারীর আবহে এহেন চুরির ঘটনা নজিরবিহীন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584