সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমানের নবগ্রামের মালপাড়ার স্থানীয় একটি স্কুলে একাদশ শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ধর্ষণ করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি বলা হয়েছে পুলিসে অভিযোগ দায়ের করলে অবস্থা খারাপ করে দেওয়া হবে। কিছুদিন ধরেই গ্রামের এক যুবক ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিচ্ছে। সবসময় অশালীন কথা বলে তাকে অপমান করা হয় বলে অভিযোগ। বিদ্যালয় বা টিউশন যাওয়ার পথে ছাত্রীর পথ আটকে দিতে থাকে কুপ্রস্তাব। কয়েকদিন আগে কয়েকজন বন্ধুকে নিয়ে মদ্যপ অবস্থায় ছাত্রীর বাড়িতে ঢুকে শাসিয়ে যায় ঐ যুবক এমনকি কুপ্রস্তাবে রাজি না হলে মেয়েকে ধর্ষণ করে খুন করা হবে বলা হয় । আর মানসিক চাপ নিতে না পেরে অবশেষে জামালপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর মা। তিনি বলেন, “আমার স্বামী কর্মসূত্রে কেরালায় থাকেন ছেলে কলকাতায় পড়াশোনা করে। এই চাপ আর নিতে পারছি না। অতিরিক্ত পুলিস সুপার(হেড কোয়ার্টার) প্রিয়ব্রত রায় বলেন, ছাত্রীর পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিস যুবক ও তার সঙ্গীদের ধরতে এলাকায় যায়। তারা এখন এলাকা ছেড়ে পালিয়েছে।
আরও পড়ুনঃ অস্ত্রসহ গ্রেফতার তিন ব্যক্তি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584