নিজস্ব সংবাদদাতা, আরামবাগঃ
ভূমিকম্পে ভেঙে পড়ল তিনটি কাঁচা বাড়ি,প্রায় ছটি বাড়িতে ফাটল। আতঙ্কে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রে খানাকুলের কুলাট গ্রামে।এ বিষয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই ভূমিকম্পের উৎপত্তিস্থল হুগলির খানাকুল।এদিনের কম্পনে মাত্রা ছিল রিখটার স্কেলে তিন। জানা গেছে সোমবার সন্ধে সাড়ে ছ’টা নাগাদ হঠাৎই বিকট শব্দে গোটা এলাকা কেঁপে উঠে তারপরেই হুড়মুড় করে ভেঙে পড়ে ওই বাড়ি গুলি।
আওয়াজ শুনে স্থানীয় মানুষজন ছুটে আসে ঘটনাস্থলে। সেই সময় ওই বাড়ির লোকজনরা ঘরের মধ্যে থেকে কোনরকমে বাইরে বেরিয়ে আসে । তারা জানান সমস্ত জিনিসপত্র তাদের ঘরের মধ্যে রয়ে গেছে জমি জায়গার কাগজপত্র থেকে আরম্ভ করে আসবাবপত্র এমনকি ছেলে মেয়েদের পড়া শোনার বই খাতা ও খাবার সামগ্রী।ওই বাড়ি গুলিতে জয়দেব করন, গোপাল করন এবং রঘুনাথ করন বসবাস করতেন।তাদের বক্তব্য এই বর্ষাকালে বাড়িঘর ভেঙে গেছে ভূমিকম্পে। এখন তারা দিশেহারা । গতকাল ঘটনা ঘটার পরেই খানাকুল ব্লক প্রশাসন তাদের শুকনো খাবার পাঠায়।কিন্তু তাদের দাবি চারিদিকে সাপখোপ বেরোচ্ছে। বর্ষাকালে বাচ্চাদের নিয়ে তাদের একমাত্র আশ্রয়ের ঘরটি ভেঙে পড়েছে।তাই প্রশাসনের কাছে তাদের দাবি থাকার মতো জায়গার। মুখ্যমন্ত্রীর কাছে প্রশাসনের মাধ্যমে আবেদন জানিয়েছেন ।
আরো পড়ুনঃ ঝাড়গ্রাম জেলায় মৃদু কম্পন
এদিকে খানাকুল ১ ব্লকের বিডিও অমর বিশ্বাস জানান, ঘটনাস্থলে গিয়েছিলাম ওই পরিবার গুলিকে আমরা ব্লকের পক্ষ থেকে যা ব্যবস্থা করার তা করা হয়েছে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে।সরকারিভাবে সমস্ত সুযোগ-সুবিধা তাদের দেওয়া হবে। বিষয়টি আমাদের নজরে রয়েছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584