একই দিনে তিন দলের মনোনয়ন

0
57

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

Three Nomination papers submitted in one day
নিজস্ব চিত্র

সোমবার একে একে মনোয়ন জমা দিলেন রায়গঞ্জের লোকসভা ভোটের সকল প্রার্থীরা।সকালে প্রথমে
দেবীনগর কালীবাড়িতে পূজো দিয়েই শতাধিক কর্মী সমর্থককে সাথে নিয়ে কর্ণজোড়ার উদ্দেশ্যে রওনা দেন রায়গঞ্জ কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সী।

Three Nomination papers submitted in one day
নিজস্ব চিত্র

হুড খোলা গাড়িতে করে জনগনের উদ্দেশ্যে হাত নাড়াতে নাড়াতে কর্ণজড়ায় জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে যান তখন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেস পার্থী দীপা দাশমুন্সীর সাথে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, কংগ্রেস নেতা পবিত্র চন্দ সহ অন্যান্যরা।দীপার পরে বিশাল মিছিল করে মনোনয়ন জমা দিতে বেরিয়ে পড়েন বাম পার্থী মহম্মদ সেলিম।

আরও পড়ুনঃ মনোনয়ন জমা দিয়েই বিজয়ী বলে দাবী জনের

Three Nomination papers submitted in one day
নিজস্ব চিত্র

রায়গঞ্জের রেল গুমটি থেকে এদিন শতাধিক নেতা কর্মী সমর্থকদের সাথে নিয়ে মিছিল করে কর্ণজোড়ার উদ্দেশ্যে রওনা দেন বাম প্রার্থী মহম্মদ সেলিম।ঠিক একইভাবেহুড খোলা জিপে শতাধিক নেতা কর্মী সমর্থককে নিয়ে মনোনয়ন জমা দেন বাম সমর্থকরা।বাম কংগ্রেসের পর একই দিনে মনোনয়ন পেশ করেন তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল।

Three Nomination papers submitted in one day
নিজস্ব চিত্র

কসবা মোড় থেকে মিছিল করে শিলিগুড়ি মোট পৌঁছান তৃণমূলের শতাধিক নেতা কর্মী সমর্থকেরা।এদিকে হুডখোলা জিপে কানাইয়ালাল আগরওয়ালের সাথে ছিলেন তৃণমূল নেতা গোলাম রব্বানী, জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য সহ অন্যান্যরা।শিলিগুড়ি মোড়ে মিছিল শেষ করে কর্ণজোড়ার উদ্দেশ্যে দলীয় নেতৃত্বকে সাথে নিয়ে রওনা দেন কানাইয়ালাল আগরওয়াল।

Three Nomination papers submitted in one day
নিজস্ব চিত্র

কিছু সময়ের ব্যবধানে তিন রাজনৈতিক দলের মিছিলের উত্তাপে উত্তপ্ত হয়ে ওঠে রায়গঞ্জের রাজনৈতিক আবহাওয়া। দেওয়াল লিখন,ফ্লেক্স ছাড়া এদিন শহরে নির্বাচনের উত্তাপ দেখা যাচ্ছিল না।তবে তিন রাজনৈতিক দলের মিছিলে এদিন থেকেই যেন রায়গঞ্জ শুরু হয়ে গেল নির্বাচনী উৎসব।

Three Nomination papers submitted in one day
নিজস্ব চিত্র

তিনটি বড় মিছিলকে কেন্দ্র করে যেন শহরে যানজট না সৃষ্টি হয় সেই বিষয়ে সচেষ্ট ভূমিকা পালন করতে দেখা যায় পুলিশকে। মিছিলকে কেন্দ্র করে যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেইদিকেও কড়া নজরদারি ছিল পুলিশের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here