লরির চাকায় পিষে তিন মাসের শিশুর মৃত্যু

0
63

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

three years child dead in road accident | newsfront.co
নিজস্ব চিত্র

উত্তর দিনাজপুর জেলা করণদিঘি থানার ৩৪ নম্বর জাতীয় সড়কে উপর বিকোর এলাকায় দুর্ঘটনায় মৃত্যু তিন মাসের শিশুর।শিশুটির নাম মহম্মদ ইসলাম।পরিবার লোকজন বললেন শিশুপুত্রটিকে বাবা মা স্কুটি করে বিকোর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় বিকোর বি এড কলেজ মোর রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন ৩৪ নম্বর জাতীয় সড়ক উঠবে বলে।

তারপর তারা জাতীয় সড়ক ধরে ক্ষেত্রাবাড়ি নিজেদের বাড়ি আসছিলেন।সেই সময় বিকোর বি এড কলেজ মোর কাছে ডালখোলা দিকে আসে একটি লরি পেছন থেকে ধাক্কা মারে স্কুটি পেছনে।মা কোল থেকে বাচ্ছাটি পড়ে যায় লরিটির চাকার নীচে।

three years child dead in road accident | newsfront.co
মৃতের আত্মীয়।নিজস্ব চিত্র

স্থানীয়রা ঘটনা দেখে বাচ্ছাটি কাছে ছুটে এসে দেখেন বাচ্চাটির মাথার উপরে লরি চাকা উঠে পৃষ্ট হয়ে যায়।এই ঘটনা খবর মুহূর্ত মধ্যে ছড়িয়ে পড়ে বিয়ে বাড়ি সহ বিকোর এলাকায়।বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।দুর্ঘটনায় শিশুটির মা ও বাবা গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছেন।

local Person | newsfront.co
স্থানীয় বাসিন্দা

স্থানীয় মানুষজন বললেন পুলিশ প্রশাসন ট্রাফিক নিয়ম মেনে রাস্তায় মোড়ে বেড়ি‌কেড দিয়ে রাখছেন অথছ সেখানে থাকছে না পুলিশ।ট্রাফিক নিয়ন্ত্রনের জন্য যদিও কোথাও সিভিক ভলেনটিয়ার থাকলেও তারা নিজেদের মন মতো কাজ করছেন।অনেকে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন।

আরও পড়ুনঃ রায়গঞ্জে বজ্রাঘাতে মৃত্যু ১ ,আহত ২

স্থানীয় মানুষজন বললেন,পুলিশ প্রশাসন ট্রাফিক নিয়ম উপর একটু ভালো করে দেখা শোনা করুক।পরিবার লোকজন দাবি করেন যদি বিকোর বি এড কলেজ মোর বেরিকেড দেওয়া ছিলো যদি কেউ একটু ভালো করে নিজেদের ডিউটি করতো তাহলে হয়তো এ তিন মাসের দুধের শিশুটি লরি চাকায় পৃষ্ট হয়ে মারা যেতো না।

এছাড়াও স্থানীয় মানুষজন বলেন ইটাহার থেকে ডালখোলা ফোর লেন কাজ সম্পন্ন করার দাবি করেন,রাস্তা ছোটা গাড়ি বেশি পরিমাণে বেড়ে যাওয়া প্রায় এমন দুর্ঘটনা ঘটছে।

পুলিশ প্রশাসন কাছে আবেদন করেন তারা ট্রাফিক নিয়ম মেনে যে সব মোড়া বেরিকেড দিয়ে থাকেন সেখানে অন্তত সিভিক ভলেন্টিয়ার দের যাতে ভালো করে কাজ করেন এই আবেদন করেন।

দুর্ঘটনায় লরি চালক সহ লরিটি আটক করে পুলিশ।ঘটনার জেড়ে কিছুক্ষণ জাতীয় সড়ক যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।একটু পরে স্বাভাবিক যানবাহন চলাচল শুরু হয়ে যায়।রু হয়ে যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here