নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুরঃ
‘বামফ্রন্টের পতনের জন্য বামপন্থী দায়ী তার জন্য রাজ্যের মানুষ বামফ্রন্ট কে রাজ্য থেকে গদি ছাড়া করে উচিৎ শিক্ষা দিয়েছে কিন্তু তারপর যারা ক্ষমতায় এলো তারাও যেভাবে রাজ্য চালাচ্ছে তাদের কেউ রাজ্যের জনগণ ছেড়ে কথা বলবে না’- আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এ আর এস পি দলীয় কার্যালয়ে বসে এ কথা বলেন আরএসপির রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী।
তিনি বলেন বামফ্রন্ট পতনের আগে বামফ্রন্ট এর মধ্যে কিছু দালাল তৈরি হয়েছিল এবং দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল তার ফল বামফ্রন্টকে পেতে হয়েছে হারে হারে একই কায়দায় রাজ্যে তৃণমূল সরকার কেও পেতে হবে তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে সবই সময় বলবে।তিনি বলেন রাজ্যের যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে সেগুলো প্রথা মাফিক ই যে সরকার আসে তারাই করবে এটা কোন বড় ব্যাপার নয় কিন্তু সে গুলোকে এমন ভাবে ফুলিয়ে-ফাঁপিয়ে তোলা হচ্ছে যেন এরকম কাজ কেউ আগে করেনি।ক্ষিতি গোস্বামী বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে বিশ্বের দরবারে থেকে কন্যাশ্রী পুরস্কার পেলেন তা সন্দেহমূলক কারণ এখন অনেক পুরস্কার ই পাইয়ে দেওয়া হয় একটু সেটিং থাকলে আর সেই সেটিং আগের থেকেই করে রেখেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ বাপ ঠাকুরদার শিল্পকে বাঁচিয়ে রাখার প্রয়াস
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584