ভেড়ির টাকার ভাগকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, গ্রেফতার ৩

0
42

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ

tmc group conflict arrested three | newsfront.co
নিজস্ব চিত্র

এলাকা দখল ভেড়ির টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার শাসনের খামার নওবত গ্রাম। সংঘর্ষ চলাকালীন ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ। চলে গুলিও আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে এসে আক্রান্ত হতে হয় পুলিশ। পুলিশের একটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

tmc group conflict arrested three | newsfront.co
আক্রান্ত পুলিশের গাড়ি।নিজস্ব চিত্র

পরিস্থিতি কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে।এরপর শাসন থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়, তারপর দু’পক্ষের মধ্যে ঝামেলা মিটিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের সামনে আবার সংঘর্ষ শুরু করলে। লাঠি চার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, এলাকায় বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় পুলিশের সামনে করে গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করে। এরপর ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।

আরও পড়ুনঃ ইদগাহর জমি ঘেরাকে কেন্দ্র করে সংঘর্ষ ডোমকলে, আহত ৯

জানা গেছে, শাসনের তৃণমূল মতিয়ার শফি ও শফিকুল ইসলামের দীর্ঘদিনের টাকার ভাগবাটোয়ারা নিয়ে গন্ডগোল এর অভিযোগ এবং সূত্রপাত মতিয়ার হাড়োয়ার বিধায়ক কাজী নজরুল ইসলামের অনুগামী শফি মন্ডলের কাছের লোক হিসেবে পরিচিত। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here