নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
মুখ্যমন্ত্রী সম্পর্কে বিজেপি নেতৃত্বদের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে এদিন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় বিক্ষোভ দেখাল ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এর পাশাপাশি নিউ জলপাইগুড়ি রেলওয়ে হাসপাতাল মোড় থেকে একটি মিছিল করে নিউ জলপাইগুড়ি থানা পর্যন্ত।
এরপর নিউ জলপাইগুড়ি থানায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক যুব তৃণমূলের সভাপতি গৌতম গোস্বামী সহ যুব তৃণমূল কংগ্রেসের কর্মী ও তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিরা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক যুব তৃণমূলের সভাপতি গৌতম গোস্বামী বলেন যে,” বিজেপি সাম্প্রদায়িক একটা দল। উস্কানিমূলক কথাবার্তা,কুরুচিকর মন্তব্য করেই চলেছে নিজেদের হাইলাইটস করার জন্য।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে চোরাই বাইক-সহ গ্রেফতার ২
এই শান্ত বাংলাটাকে অশান্ত করার একটা প্রক্রিয়া নিয়েছে এই সাম্প্রদায়িক দল। তাই এদিন আমরা থানায় এসেছি যে আমাদের এলাকাটা যাতে শান্ত থাকে। গতকাল সায়ন্তন বসু যে কুরুচিকর মন্তব্য করেছেন সেইটা নিয়ে গ্রেফতারের দাবি জানানো মানে তাকে হাইলাইট করা। এবং সায়ন্তন বসু একটা উন্মাদ লোক। যেখানেই যায় কিছু একটা ব্যতিক্রমী কান্ড ঘটিয়ে আসে নিজেকে প্রমাণ করার জন্য।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584