নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
করোনা আবহে অভিনব উদ্যোগ নিল কালচিনি ব্লক তৃণমূল কংগ্রেস। রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিণ্ডার প্রদান করার উদ্যোগ নিল কালচিনি ব্লক তৃণমূল কংগ্রেস।
আজ থেকে শুরু হল এই পরিষেবা। উল্লেখ্য করোনা আবহের পূর্বে চা বলয় ও বনবস্তি বাসিন্দাদের জন্য বিনামূল্যে ওষুধ প্রদান পরিষেবা চালু করেছিল তৃণমূল নেতৃবৃন্দ। এবার বিনামূল্যে অক্সিজেন পরিষেবা চালু হল। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। ওই ব্লকে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন একশো জন।
আরও পড়ুনঃ মালদহের মানিকচক হাসপাতালে চালু হল অ্যান্টিজেন র্যাপিড টেস্টিং প্রক্রিয়া
মৃত্যু হয়েছে চার জনের। ওই পরিস্থিতে ব্লকের করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অক্সিজেনের অভাবে কোন ভাবেই যাতে আক্রান্তদের কষ্ট পেতে না হয়, সেই উদ্দেশ্যকে সামনে রেখে কালচিনি ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে আপাতত দশটি অক্সিজেন সিলিণ্ডারের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুনঃ ৫ ঘন্টা জলমগ্ন রাস্তায় দাঁড়িয়ে সম্ভাব্য দুর্ঘটনা রুখলেন বৃদ্ধা
চিকিৎসকদের বৈধ অনুমতি যাচাই করে করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন সিলিণ্ডারের যোগান দেওয়া হবে শাসক দলের কালচিনি ব্লকের তরফে। নেতৃত্বরা জানিয়েছেন যে, দরকারে সিলিণ্ডারের সংখ্যা আরও বাড়ানো হবে।
এই বিষয়ে কালচিনি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসীম মজুমদার জানান যে, অক্সিজেনের অভাবে যাতে কোন রোগীর সমস্যা না হয় তাই জন্য মূলত এই উদ্যোগ।এবং এই পরিষেবা প্রদানের জন্য তিনটি নম্বরও জারি করা হয়েছে। ঐ নম্বরে ফোন করলেই পরিষেবা পৌঁছে যাবে বলে জানান অসীম মজুমদার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584